এই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ অভিষেক একটি Haval H9 SUV উপহার পান। তবে সেই বিলাসবহুল গাড়ি নিয়ে একটা বড় সমস্যাও দেখা দিয়েছে। গাড়িটি লেফট-হ্যান্ড ড্রাইভ মডেল, যা ভারতের সড়ক পরিবহন আইন অনুযায়ী চালানো বা রেজিস্টার করা আইনত অবৈধ। কারণ ভারতে শুধুমাত্র রাইট-হ্যান্ড ড্রাইভ গাড়ি চালানোর অনুমতি রয়েছে।
জানা গেছে, Haval শিগগিরই রাইট-হ্যান্ড ড্রাইভ সংস্করণ বাজারে আনতে পারে। ফলে অভিষেক ভবিষ্যতে এই গাড়িটি ভারতে বৈধভাবে চালাতে পারবেন। তবে সংস্থার তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি এখনও।
advertisement
আরও পড়ুন- IND vs AUS: বাদ ৫ তারকা! ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে একের পর এক চমক!
HAVAL H9 ভারতীয় বাজারে বিক্রি হয় না। তবে, আন্তর্জাতিক বাজারে এর দাম 142,200 সৌদি রিয়াল (SAR)। ভারতীয় মুদ্রায় এই দাম ₹৩৩.৬০ লক্ষ টাকার কাছাকাছি। ভারতে গাড়িটির প্রত্যাশিত দাম ₹25 থেকে ₹30 লক্ষ (এক্স-শোরুম) হতে পারে। এই SUV টয়োটা ফরচুনারের মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। তবে এই গাড়ি ভারতের বাজারে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।