ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারায় ইস্টবেঙ্গল। তার পর লাল-হলুদ সমর্থকরা আশা করেছিলেন, এবার অন্তত ডুরান্ড ট্রফিটা ক্লাবে আসবে। তবে সেই আশায় জল। বুধবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে চুরমার। ডায়মন্ড হারবার এফসি দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে।
আরও পড়ুন- আপনি কি DREAM 11 খেলেন? টাকা দিয়ে টিম বানান? সাবধান! এবার আসছে বড় নিয়ম
advertisement
ডায়মন্ডহারবার দলটা নিয়ে প্রবল উৎসাহী অভিষেক বন্দ্যেপাধ্যায়। আর সেটা বহুবার তিনি জানিয়েছেন। দলগঠনেও তাই বাড়তি যত্নবান ডায়মন্ডহারবার। দলের অন্যতম শীর্ষকর্তা মানস ভট্টাচার্য বলেছেন, ‘মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে পাঁচ গোলে হেরেছিলাম আমরা। তখন দলের অনেকের মনোবল তলানিতে ঠেকেছিল। দলের প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ম্যাচের পর ফুটবলারদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই নৈশভোজের আসরে অনেক কর্মকর্তারাও ছিলেন। সেদিন তিনি বলেছিলেন, আমরা নতুন দল। একটা ম্য়াচে হারার পর মনোবল হারালে চলবে না। তাঁর সেই পেপ-টক দলের সবাইকে উজ্জীবিত করেছিল।’
ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি-কে হারায় ডায়মন্ডহারবার। তার পর ইস্টবেঙ্গলকে হারিয়ে নতুন ইতিহাস লিখল তারা। সল্টলেক স্টেডিয়ামে প্রায় ১৯,০০০ দর্শকের সামনে ডায়মন্ডহারবার নিজেদের যোগ্যতা প্রমাণ করল। ডায়মন্ডহারবারে কর্তা মানস ভট্টাচার্য আরও বলে গেলেন, ভারতীয় ফুটবলে এখন বড় দল আর ছোট দলের ব্যবধান ক্রমশ কমছে। এখন আর তথাকথিত বড় দলেই হলেই ম্যাচ জেতা যাবে না। কারণ ভারতীয় ফুটবলে উপরের সারিতে থাকা দলগুলির সঙ্গে পরের দিকে থাকা দলের পার্থক্য আর বেশি নেই।