দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে এবির। পার্লে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে দুরন্ত ১৭৬। তার জেরেই একদিনের ক্রিকেটে এক নম্বরে এখন প্রোটিয়া ব্যাটসম্যান।
পার্লে বাংলাদেশের বিরুদ্ধে জিতে ওয়ান ডে টিম র্যাঙ্কিংয়ে শীর্ষে টিম ইন্ডিয়াকে সরিয়ে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। রবিবার কোটলায় একদিনের সিরিজে কিউইদের বিরুদ্ধে নামবেন কোহলিরা। সেই ম্যাচ জিতলেই আবার এক নম্বরে চলে যাবে টিম ইন্ডিয়া। তবে সেই জায়গাটা ধরে রাখতে গেলে কোহলিদের জিততে হবে ৩-০ ফলে।
advertisement
বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন পাকিস্তানের হাসান আলি ৷ আবু ধাবিতে সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ২৩ বছরের পাক পেসার এখন এক নম্বরে উঠে এসেছেন ৷ একই বছরে এই নিয়ে ওয়ান ডে বোলারদের র্যাঙ্ক তালিকার এক নম্বর স্থান পাঁচ বার বদল হল ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2017 7:30 PM IST