ডি ভিলিয়ার্সের নির্বাচিত পাঁচ ক্রিকেটার হলেন — জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড), মহম্মদ আসিফ (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ও সচিন তেন্ডুলকর (ভারত)। তার মতে, ক্যালিস সর্বকালের সেরা অলরাউন্ডার এবং আসিফকে তিনি জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পেসার হিসেবে দেখেছেন। শেন ওয়ার্নকে তিনি ‘শিল্পী’ হিসেবে বর্ণনা করেন, যার বল করার ভঙ্গি ছিল একধরনের ‘কবিতা’।
advertisement
তিনি স্মরণ করেন এজবাস্টনে ফ্লিনটফের এক দুর্দান্ত ইয়র্কার, যা ক্যালিসকে বোল্ড করেছিল। এই মুহূর্তটিকে তিনি অন্যতম সেরা বল ডেলিভারি হিসেবে উল্লেখ করেন। সচিন তেন্ডুলকরের ব্যাটিংকে তিনি ‘সৌন্দর্যের প্রতীক’ বলে অভিহিত করেন। বিশেষ করে যখন সচিন ব্যাট হাতে মাঠে নামতেন, তখন গোটা স্টেডিয়াম থমকে যেত।
আরও পড়ুনঃ বাজেটে বাড়ান মাত্র ১০ থেকে ২০ টাকা! তাহলেই পেট্রল পাম্পে তেল ভরতে গিয়ে ঠকবেন না কখনও
যদিও অনুষ্ঠান চলাকালে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ তাকে মনে করিয়ে দেন যে তিনি বিরাট কোহলির নাম বলেননি, তখন ডি ভিলিয়ার্স হেসে বলেন, “সরি, বিরাট।” তিনি আরও যোগ করেন, “এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই কঠিন।” তবে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।