হারের হ্যাটট্রিক। বাকি ছ’টা ম্যাচ কার্যত ডু অর ডাই। বিলেতে বিপাকে দক্ষিণ আফ্রিকা। এরইমধ্যে প্রাক্তন ব্যাটসম্যান এবি ডে’ভিলিয়ার্সকে ঘিরে জল্পনা। জাতীয় দলে ফিরতে চেয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে আবেদন জানান এবিডি।
এবিডিকে নিয়ে জল্পনা
- এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা হয়। তখনই জাতীয় দলে ফিরতে চেয়ে কোচ ওটিস গিবসন, অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ও কনেভেনর অফ সিলেক্টরস লিন্ডা জোন্ডির সঙ্গে কথা বলেন তিনি ৷ কিন্তু এবিডির আবেদন পত্রপাট খারিজ হয়ে যায়। একটি বিবৃতি পেশ করে কনভেনর অফ সিলেক্টরস লিন্ডা জোন্ডি জানান,
advertisement
- বিশ্বকাপের ঠিক এক বছর আগে অবসর ঘোষণা করেছেন ডে’ভিলিয়ার্স। জাতীয় দলে ফিরতে চাইলে ওই সময়ের মধ্যে ঘরোয়া ক্রিকেট খেলতে হত। কিন্তু এবিডি সেটা না করে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলেছেন
- এই এক বছরের মধ্যে এবিডিকে ছাড়াই প্রস্তুত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ডে’ভিলিয়ার্স দলে ঢুকলে বাকিদের প্রতি অবিচার করা হবে। দলের ভারসাম্য নষ্ট হতে পারে ৷
ক্রিকেট সাউথ আফ্রিকার জবাবের পাল্টা কোনও মন্তব্য করেননি এবি ডেভিলিয়ার্স।বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হারের হ্যাটট্রিকে এরমধ্যেই এবিডিকে দলে ফেরানোর দাবি করেছেন সমর্থকরা। তালিকায় রয়েছেন ভারতীয় সমর্থকরাও। বিশ্বকাপে না থেকেও শিরোনামে তাই এবি ডেভিলিয়ার্স।