কেন আজ লখনউ কুইন্টন ডি কককে বাইরে রাখল তার যুক্তি নেই। প্রেরক (৩) ওপেন করতে নেমে ব্যর্থ। কায়েল মায়র্স (১৮) ভাল শুরু করেও কিছু করতে পারলেন না। অধিনায়ক ক্রনাল পান্ডিয়া ১১ বলে ৮ কেনই বা এলেন কিছুই বোঝা গেল না। বাদোনি (১) বোল্ড হয়ে গেলেন। একই ওভারে ফিরে গেলেন নিকোলাস পুরান। খাতায় খুলতে পারলেন না তিনি। দুটি উইকেটই নিলেন আকাশ মাধওয়াল।
advertisement
আজ অসাধারণ বল করলেন মুম্বইয়ের এই মিডিয়াম পেসার। মোট ৫ উইকেট পেলেন তিনি। উত্তরাখন্ড থেকে উঠে আসা এই সিমার এবার মুম্বইয়ের অন্যতম সেরা আবিষ্কার। লখনউ দলের হয়ে একমাত্র লড়াই করছিলেন মার্কোস স্তইনিস (৪০) । তিনি যতক্ষণ ছিলেন একটা আশা ছিল। কিন্তু উইকেটের মাঝে দীপক হুদার সঙ্গে ধাক্কাধাক্কিতে রান আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ান।
রান আউট হলেন গৌতম। রোহিত শর্মা সরাসরি উইকেট ভেঙে দিলেন। আজ রোহিত অসাধারণ ফিল্ডিং করলেন। বল আটকালেন, ক্যাচ নিলেন। কোয়ালিফায় ২ খেলতে কতটা মরিয়া ছিলেন বুঝিয়ে দিলেন হিটম্যান। এরপর দীপক হুদা থাকলেও লখনউ ম্যাচটা জিতবে এমন সম্ভাবনা ছিল না। অপেক্ষা ছিল খেলা কখন শেষ হয় তার।
১৩ ওভার এর মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। লখনউ অবশ্যই ম্যাচটা হেরেছে। জলে গেছে তাদের আফগান পেসার নবীন উল হকের লড়াই। শুক্রবার মুম্বই কোয়ালিফায়ার দুয়ে মুখোমুখি হবে গুজরাতের। ফাইনাল টিকিট তারা জোগাড় করতে পারে কিনা প্রমাণ হবে সেদিন।