TRENDING:

MI vs LSG: মুম্বইয়ের আকাশে নতুন তারা মাধওয়াল, পাঁচ রানে ৫ উইকেট নিয়ে ছুটি করে দিলেন লখনউয়ের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: মুম্বই ইন্ডিয়ান্স এমনি এমনি পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন নয়। তারা জানে কোন সময় জ্বলে উঠতে হয়। বুধবার আরও একবার সেটা প্রমাণ করল তারা। স্কোরবোর্ডে ১৮২ রান চেন্নাইয়ের মাঠে বড় টোটাল সেটা বলার অপেক্ষা রাখে না। এই উইকেটে রান তোলা কঠিন কাজ সেটা বোঝা গিয়েছিল মুম্বইয়ের ব্যাটিং করার। পরের দিকে এই উইকেট আরও স্লো হয়ে যাবে সেটা জানাই ছিল।
আকাশকে ঘিরে সেলিব্রেশন মুম্বই শিবিরে
আকাশকে ঘিরে সেলিব্রেশন মুম্বই শিবিরে
advertisement

কেন আজ লখনউ কুইন্টন ডি কককে বাইরে রাখল তার যুক্তি নেই। প্রেরক (৩) ওপেন করতে নেমে ব্যর্থ। কায়েল মায়র্স (১৮) ভাল শুরু করেও কিছু করতে পারলেন না। অধিনায়ক ক্রনাল পান্ডিয়া ১১ বলে ৮ কেনই বা এলেন কিছুই বোঝা গেল না। বাদোনি (১) বোল্ড হয়ে গেলেন। একই ওভারে ফিরে গেলেন নিকোলাস পুরান। খাতায় খুলতে পারলেন না তিনি। দুটি উইকেটই নিলেন আকাশ মাধওয়াল।

advertisement

আজ অসাধারণ বল করলেন মুম্বইয়ের এই মিডিয়াম পেসার। মোট ৫ উইকেট পেলেন তিনি। উত্তরাখন্ড থেকে উঠে আসা এই সিমার এবার মুম্বইয়ের অন্যতম সেরা আবিষ্কার। লখনউ দলের হয়ে একমাত্র লড়াই করছিলেন মার্কোস স্তইনিস (৪০) । তিনি যতক্ষণ ছিলেন একটা আশা ছিল। কিন্তু উইকেটের মাঝে দীপক হুদার সঙ্গে ধাক্কাধাক্কিতে রান আউট হয়ে গেলেন অস্ট্রেলিয়ান।

advertisement

রান আউট হলেন গৌতম। রোহিত শর্মা সরাসরি উইকেট ভেঙে দিলেন। আজ রোহিত অসাধারণ ফিল্ডিং করলেন। বল আটকালেন, ক্যাচ নিলেন। কোয়ালিফায় ২ খেলতে কতটা মরিয়া ছিলেন বুঝিয়ে দিলেন হিটম্যান। এরপর দীপক হুদা থাকলেও লখনউ ম্যাচটা জিতবে এমন সম্ভাবনা ছিল না। অপেক্ষা ছিল খেলা কখন শেষ হয় তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

১৩ ওভার এর মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। লখনউ অবশ্যই ম্যাচটা হেরেছে। জলে গেছে তাদের আফগান পেসার নবীন উল হকের লড়াই। শুক্রবার মুম্বই কোয়ালিফায়ার দুয়ে মুখোমুখি হবে গুজরাতের। ফাইনাল টিকিট তারা জোগাড় করতে পারে কিনা প্রমাণ হবে সেদিন।

বাংলা খবর/ খবর/খেলা/
MI vs LSG: মুম্বইয়ের আকাশে নতুন তারা মাধওয়াল, পাঁচ রানে ৫ উইকেট নিয়ে ছুটি করে দিলেন লখনউয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল