হায়দরবাদের বাড়িটাই তাঁর সবকিছু। গত এক দশক ধরে এই বাড়িতেই নিঃশব্দে চলছে তাঁর বিপ্লব। জন্ম হয়েছে সাইনা নেহওয়াল, ক্যাশপ, শ্রীকান্ত, সিন্ধুর মতো তারার। তারপরেও তিনি চুপ। প্রকাশ্যে নয়, থাকতে ভালবাসেন আড়ালে। তিনি পুলেল্লা গোপীচাঁদ। এ দেশের সর্বকনিষ্ট দ্রোণাচার্য। পিছিয়ে যেতে হয় প্রায় পনেরো বছর আগে। অল-ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে এক ভারতীয় শাটলারের বাজিমাত। প্রকাশ পাড়ুকোন পরবর্তী চ্যাম্পিয়নের নাম পুলেল্লা গোপীচাঁদ। তিনি আজ ফের একবার দেশের হিরো। যাঁর কোচিংয়ে ভারতীয় ব্যাডমিন্টন অলিম্পিক থেকে পেয়েছে দুটি পদক। চার বছর আগে সাইনার ব্রোঞ্জ। আর ব্রাজিল থেকে সিন্ধুর রুপো। এই সবের কারিগর গোপীচাঁদই।
advertisement
ইতিমধ্যেই গোপীচাঁদকে ঘিরে শুরু হয়েছে অন্য পরিকল্পনা। আজহার, ধোনির পর ভারতের জাতীয় কোচকে নিয়ে বায়োপিকের চিন্তা করছে বলিউড। অন্ধ্র সরকার ঘোষণা করেছে আর্থিক পুরস্কার। তাতেও সেই একই জায়গায় গোপীচাঁদ। রিও’তে জানিয়েছেন, দেশে ফিরে অ্যাকাডেমির মেরামতের কাজে মন দেবেন। কারণ, আর চার বছর পরেই টোকিও।