বিসিসিআই সূত্রের খবর, ওই সিনিয়র ক্রিকেটার ব্যক্তিগত ভাবে স্ত্রীকে অনুরোধ করেন, তাঁর সঙ্গেই থাকতে৷ বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে কোনও ক্রিকেটারের সঙ্গে তাঁর স্ত্রী ১৫ দিনের বেশি থাকতে পারবেন না৷ তা সত্ত্বেও স্ত্রীর সঙ্গেই বিশ্বকাপের দিনগুলি কাটান ভারতীয় দলের ওই সিনিয়র ক্রিকেটার৷
দেখা গিয়েছে, ওই ক্রিকেটারের স্ত্রী সাত সপ্তাহের বেশি দিন ছিলেন৷ কার্যত গোটা টুর্নামেন্ট জুড়েই৷ এর জন্য অধিনায়ক বা কোচের অনুমতি পর্যন্ত নেননি ওই ক্রিকেটার৷ এই ঘটনা নিয়ে বিসিসিআই-ের বৈঠক হয়েছে৷ সেই বৈঠকে আলোচনা হয়েছে ওই সিনিয়র ক্রিকেটারের স্ত্রীকে সঙ্গে রাখা নিয়ে৷ তবে ওই ক্রিকেটারের নাম জানানো হয়নি৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2019 11:41 AM IST