ছেলেটি নিজে খেলতে না পারলেও ফুটবল তার অত্যন্ত প্রিয় খেলা। মাঠে বসে খেলা দেখার আনন্দই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবার কাঁধই হয়ে ওঠে তার সবচেয়ে নির্ভরযোগ্য আসন। এই দৃশ্যে মুহূর্তেই স্পষ্ট হয়, ভালোবাসা ও দায়িত্ববোধ কতটা শক্তিশালী হতে পারে।
খেল ইন্ডিয়ার তরফ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। হাজার হাজার মানুষ এই বাবার ত্যাগ ও ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “এই রকম বাবারাই প্রকৃত নায়ক।”
advertisement
আরও পড়ুনঃ ম্যাচের আগেই ভারত অধিনায়ককে কটাক্ষ পাক তারকার! আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তাপ
নেটিজেনরা শুধু ওই বাবাকেই স্যালুট জানাননি, বরং তার ছেলের দ্রুত আরোগ্য কামনাও করেছেন সকলে। তবে বাবার কাঁধে চেপে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পেরে খুশি ছেলে। কষ্ট হলেও ছেলের ইচ্ছে পূরণ করতে পারারা শান্তি বাবার চোখে-মুখে। যা মন ছুঁয়ে যায় সকলের।