TRENDING:

বাবার কোমড়ে বেল্ট! তাও বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে চাপিয়েই দেখালেন ফুটবল ম্যাচ, দৃশ্য মন ছুঁয়ে গেল সকলের

Last Updated:

Viral Video: একজন বাবা তাঁর বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে বসিয়ে মাঠে নিয়ে আসেন খেলা দেখতে। বাবার কোমরে ব্যথা, বেল্ট পরে রয়েছেন চিকিৎসার কারণে। তবুও ছেলের ফুটবল দেখার ইচ্ছে পূরণে কোনও কষ্টকেই পাত্তা দেননি তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি কলকাতা ফুটবল লিগের একটি ম্যাচে এক হৃদয়ছোঁয়া দৃশ্য নজর কাড়ে সকলের। একজন বাবা তাঁর বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে বসিয়ে মাঠে নিয়ে আসেন খেলা দেখতে। বাবার কোমরে ব্যথা, বেল্ট পরে রয়েছেন চিকিৎসার কারণে। তবুও ছেলের ফুটবল দেখার ইচ্ছে পূরণে কোনও কষ্টকেই পাত্তা দেননি তিনি।
News18
News18
advertisement

ছেলেটি নিজে খেলতে না পারলেও ফুটবল তার অত্যন্ত প্রিয় খেলা। মাঠে বসে খেলা দেখার আনন্দই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবার কাঁধই হয়ে ওঠে তার সবচেয়ে নির্ভরযোগ্য আসন। এই দৃশ্যে মুহূর্তেই স্পষ্ট হয়, ভালোবাসা ও দায়িত্ববোধ কতটা শক্তিশালী হতে পারে।

খেল ইন্ডিয়ার তরফ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। হাজার হাজার মানুষ এই বাবার ত্যাগ ও ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “এই রকম বাবারাই প্রকৃত নায়ক।”

advertisement

আরও পড়ুনঃ ম্যাচের আগেই ভারত অধিনায়ককে কটাক্ষ পাক তারকার! আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তাপ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নেটিজেনরা শুধু ওই বাবাকেই স্যালুট জানাননি, বরং তার ছেলের দ্রুত আরোগ্য কামনাও করেছেন সকলে। তবে বাবার কাঁধে চেপে গিয়ে ফুটবল ম্যাচ দেখতে পেরে খুশি ছেলে। কষ্ট হলেও ছেলের ইচ্ছে পূরণ করতে পারারা শান্তি বাবার চোখে-মুখে। যা মন ছুঁয়ে যায় সকলের।

বাংলা খবর/ খবর/খেলা/
বাবার কোমড়ে বেল্ট! তাও বিশেষভাবে সক্ষম ছেলেকে কাঁধে চাপিয়েই দেখালেন ফুটবল ম্যাচ, দৃশ্য মন ছুঁয়ে গেল সকলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল