ক্রিকেটের প্রতি অগাধ প্রেম নাম। অ্যালেক্স স্টিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৮৩ বছরের বৃদ্ধের পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলার ভিডিও। পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অনায়াসে দক্ষতার সঙ্গে উইকেট কিপিং করে চলেছেন তিনি। এখন তিনি খেলেন ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে। এই বয়সে এসেও তাঁর খেলার প্রতি আগ্রহ ও ভালোবাসায় কোনও খামতি নেই। পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়েই চালিয়ে যাচ্ছেন ক্রিকেট।
advertisement
শেষ ৩ বছর ধরে শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা মাঠে যেতে বারণ পর্যন্ত করেছিলেন। এই রোগ প্রথম ধরা পড়ার সময় বলা হয়েছিল এক বছর বাঁচবেন তিনি। কিন্তু তার ইচ্ছের কাছে হার মানছে সব প্রতিকুলতা। জীবনী শক্তিতে বলিয়ান হয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। মাঠে এখনও তাঁর উইকেট কিপিংয়ের ক্ষিপ্রতা অনেককেই অবাক করে। মৃত্যুকেও যেন তিনি হেলায় স্টাম্প আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন।
আরও পড়ুনঃ Lionel Messi: ক্লাবে যোগ দিয়ে খেলেছেন মাত্র ৪ ম্যাচ, তাতেই ২০২৩-এ মায়ামির সর্বোচ্চ স্কোরার মেসি
প্রসঙ্গত, একটা সময় স্কল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন অ্যালেক্স স্টিল। ১৯৬৭ সালে স্কটল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। জাতীয় দলের নিয়মিত প্লেয়ার ছিলেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে খেলেছেন জীবনের প্রথম ম্যাচ। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২টি হাফ সেঞ্চুরি সহ ২৪.৮৪ গড়ে ৬২১ রান করেছেন। অ্যালেক্স স্টিলের ভিডিও দেখে ধন্য ধন্য করছে সোশ্যাল মিডিয়া।