অভিষেক শর্মা: বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা এখন পর্যন্ত ভারতের হয়ে ১৭টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ৫৩৫ রান করেছেন। স্ট্রাইক রেট ১৯৩.৮৪ এবং সর্বোচ্চ স্কোর ১৩৫। ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি রয়েছে অভিষেকের ঝুলিতে। যুবরাজ সিংকে গুরু মানা অভিষেক এবার প্রথমবার এশিয়া কাপে খেলবেন।
রিঙ্কু সিং: রিঙ্কু সিং-এর স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তিনি ইউপি টি-২০ লিগে সেঞ্চুরি করে সেই সমালোচনার জবাব দিয়েছেন। মেরঠ মাভেরিক্স-এর অধিনায়ক এই তরুণ ব্যাটসম্যান এবার এশিয়া কাপে ভালো কিছু করে নিজের জায়গা পাকা করতে চাইবেন।
advertisement
হর্ষিত রানা: একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনটি উইকেট নেওয়া হর্ষিত রানা এবার ভারতের বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন। বুমরাহ এবং অর্শদীপের সঙ্গে তার জুটি ভারতের জন্য কার্যকরী প্রমাণ হতে পারে।
সঞ্জু স্যামসন: কেরালার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৪২টি টি-২০ ম্যাচে ৮৬১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ২টি অর্ধশতরান। বহুবার সুযোগ পাওয়ার পরও স্থায়ী জায়গা নিশ্চিত করতে না পারা স্যামসন এবার তার প্রথম এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে চাইবেন।
শিবম দুবে: আইপিএল ২০২৫-এ ব্যর্থ হলেও, শিবম দুবের ক্ষমতা নিয়ে সংশয় নেই। ৩৫টি ম্যাচে ৫৩১ রান ও ৪টি অর্ধশতরান করা এই অলরাউন্ডার মিডল অর্ডারে স্পিন হিটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বরুণ চক্রবর্তী: বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এবার প্রথমবার এশিয়া কাপে খেলতে যাচ্ছেন বরুণ চক্রবর্তী। ১৮টি আন্তর্জাতিক ম্যাচে ৩৩টি উইকেট নেওয়া এই ‘মিস্ট্রি স্পিনার’ আবার নিজের ম্যাজিক দেখাতে প্রস্তুত।
জিতেশ শর্মা: মাত্র ৯টি টি-২০ ম্যাচ খেলা উইকেটকিপার জিতেশ শর্মা আইপিএলে ফিনিশার হিসেবে নজর কেড়েছেন। শুভমান গিল ও সঞ্জুর উপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং হলেও, তিনি তৈরি আছেন সুযোগের সদ্ব্যবহার করতে।