কেউ রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করছেন, আবার কেউ কোচের চিন্তাভাবনার প্রশংসা করছেন। অনেকেই ৯ মার্চকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গৌরবময় তারিখ হিসেবে মনে করছেন। তবে ২৯ বছর আগে, এমন এক ঘটনা ঘটেছিল, যা আজও ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে যন্ত্রণার স্মৃতি।
আরও পড়ুন- শ্যাম্পেনের ফোয়ারায় স্নান করছিলেন রোহিতরা! শামি নেমে গেলেন মঞ্চ থেকে! দেখার মতো ঘটনা
advertisement
১৩ মার্চ, ১৯৯৬। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি কালো দিন হিসেবে স্মরণ করা হবে। এটি এমন একটি দিন যা ভারতীয় ক্রিকেটের কোনো ভক্ত মনে রাখতে চাইবে না। ২৯ বছর আগে এই দিনে বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ওই সেমিফাইনাল ম্যাচের কথা ভাবলে চোখে জল আসে অনেকেরই। বিনোদ কাম্বলির কান্নাভেজা চোখ দুটো মনে পড়ে অনেকেরই।
১৯৯৬ সালের সেই সেমিফাইনাল ম্যাচে দুই দলের সামনে ছিল ফাইনালে ওঠার লড়াই। ভারতীয় অধিনায়ক মহাম্মদ আজহারউদ্দিন টস জিতে সবাইকে চমকে দিয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, যা ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে এখনও আলোচিত।
আরও পড়ুন- IPL উদ্বোধনী অনুষ্ঠানে এবার কে? ইডেনে আসছেন দুই মহাতারকা! বিরাট বড় নাম
ভারতীয় ব্যাটিং লাইন ভেঙে পড়ার পর দর্শকরা নিয়ন্ত্রণের বাইরে চলে যান। তাঁদের খারাপ আচরণের কারণে ম্যাচটি শেষ করানো যায়নি। দর্শকরা তখন মাঠে বোতল ছুড়তে থাকেন। স্টেডিয়ামের একটি অংশে বসার জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পর ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করেন। ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পরাজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ বিনোদ কাম্বলির কান্নার সেই ছবি।
ইডেনে অগ্নিসংযোগ এবং মাঠে দর্শকদের বোতল, চপ্পল ছোড়ার ঘটনা আজও কুখ্য়াত বলে গণ্য হয়। বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। একটি ম্যাচ মাঝপথে শেষ হয়ে যায় এবং বিজয়ী দল ম্যাচটি শেষ না করেই ফাইনালে জায়গা করে নেয়।