TRENDING:

Netaji Subhas Bose: নেতাজির ফাইল প্রকাশ, আরও অনেককিছু! গুচ্ছেক দাবি নিয়ে পায়ে হেঁটে বজবজ থেকে কোহিমা পদযাত্রা ৩ যুবকের

Last Updated:

নেতাজি সংক্রান্ত বিভিন্ন দাবি, আদর্শ ছড়িয়ে দিতে পদযাত্রা ৩ যুবকের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ২৩ জানুয়ারি, ১৮৯৭, ভারত পেয়েছিল এক লড়াকু সন্তানকে। তিনি সুভাষ চন্দ্র বসু। ভারতের স্বাধীনতার ইতিহাসের এক গৌরবজ্জ্বোল নাম। তিনি সেই রাষ্ট্রনায়ক যিনি ব্রিটিশ শাসনকে রক্তচক্ষু দেখিয়ে প্রথম স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন দেশকে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসুর একাধিক নথিপত্র ও ফাইল প্রকাশের দাবিতে এবং রাজ্য তথা দেশব্যাপী শান্তি দেশ প্রেম ও ন্যায়ের বার্তা নিয়ে কলকাতার বজবজ থেকে কোহিমা নাগাল্যান্ড এবং  আইএনএ হেডকোয়াটার  মনিপুরে পদযাত্রা শুরু করেছেন কলকাতার তিন ব্যক্তি।
advertisement

বজবজ নিবাসী অতিন হালদার, চিত্তরঞ্জন সামন্ত ও শিবেন তারা তিনজনে এই পদযাত্রা শুরু করেছেন। বজবজে যেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসু থাকতেন সেখান থেকেই এই যাত্রা। জানা গিয়েছে, নাগাল্যান্ডের কোহিমা জেলার কিগওয়েমা গ্রামে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ। কারণ জাপানি সেনারা এই পাহাড়ি গ্রামে এসে কোহিমার যুদ্ধে লড়াই করে চলেছিলেন। আসলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের দামামার মধ্যেই জাপানের সাহায্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ বাহিনী এগিয়ে চলেছিল ভারত জয়ের লক্ষ্যে।

advertisement

আরও পড়ুন: বোনের বন্ধক রাখা সোনার গয়না ছাড়াতে এটিএম থেকে তুলতে এসেছিলেন কষ্টের ৪০ হাজার টাকা, বিশ্বাস করে যুবককে দিলেন পাসওয়ার্ড, তারপরেই সব শেষ…

৪ এপ্রিল, ১৯৪৪ সালে শুরু হওয়া কোহিমার ৮০ দিনব্যাপী যুদ্ধে পরাজয় হলেও আজাদ বাহিনীর সংগ্রাম ছিল বীরত্বের। প্রকৃতপক্ষে কিন্তু কোহিমা থেকেই ভারতের বিজয় সূচক ইতিহাসের শুরু। ১৯৪৪ সালের ১৪ এপ্রিল ছিল ইতিহাসের সেই বিশেষ দিন। বিকেল ৫ টার সময় ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে মনিপুরের বিষ্ণুপুর জেলার মৈরাং অঞ্চলে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ বাহিনী। পাহাড় ঘেরা অঞ্চলে সূচনা হয় ভারতের বিজয় উৎসব। তাই কলকাতা থেকে কোহিমা পায়ে হেঁটে যাত্রা করছেন তারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Bose: নেতাজির ফাইল প্রকাশ, আরও অনেককিছু! গুচ্ছেক দাবি নিয়ে পায়ে হেঁটে বজবজ থেকে কোহিমা পদযাত্রা ৩ যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল