রাজু বাবুর অভিযোগ বৃহস্পতিবার সন্ধেয় ডোমজুড় বইমেলায় যাওয়ার সময় ডোমজুরের বেগরী কামার্শাল এলাকায় হঠাৎই তার মুখে জড়িয়ে যাই সুতো ৷ সুতো জড়ানো অবস্থায় বেশকিছুটা এগিয়ে যান তিনি, নিমিষেই মুখের বিভিন্ন অংশ থেকে ঝরতে থাকে রক্ত, যন্ত্রনায় ছিটকে পরে যান তিনি ৷ হেলমেট পরে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি ৷ রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে মুখে ৮ টি সেলাই পরে তার | বাঁ চোখের বেশ কিছুটা অংশে গভীর ক্ষত হয় ৷
advertisement
চিকিৎসকরা জানিয়ে দেন প্রাথমিক ভাবে সেলাই করলেও পরবর্তী কালে চোখের সমস্যা আসতে পারে ৷ রাজু বাবুকে উদ্ধার করা ব্যক্তিরা জানান সম্প্রতি পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এলাকায় ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে ৷ সেই ঘুড়ির সুতোই এখন আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ৷ স্থানীয়দের দাবি ডোমজুরের মাকারদহ, বাঁকড়া ডোমজুড় বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জা ৷ পুরো বিষয়টিই চলছে পুলিশের নাকের ডগায়৷ হুশ নেয় প্রশাসনের ৷