TRENDING:

চিনা মাঞ্জা সুতোয় গুরুতর আহত যুবক, চোখ নষ্টের আশঙ্কা !

Last Updated:

বারবার চীন সুতোয় আহত হলেও হুশ নাই প্রশাসনের | বেলাগাম ভাবে বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে নিষিদ্ধ চীন মাঞ্জা |

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: ফের চিনা মাঞ্জা সুতোয় গুরুতর আহত এক বাইক আরোহী ৷ ঘটনাস্থল হাওড়ার ডোমজুরের বেগরী ৷ এর আগে এই ধরনের অভিযোগ উঠেছে বারবার ৷ মূলত কলকাতার মা ব্রিজের ওপর এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছে ৷ একাধিকবার অভিযোগ উঠেছে এই সুতো ব্যবহারের ওপর ৷ নিষেধাজ্ঞা জারি করা হলেও প্রশাসনের নজরদারি এড়িয়ে চলছে ব্যবহার ৷ মা উড়ালপুল বেশ কিছু সতর্ক ব্যবস্থা নিলেও সুতো আমদানী ও বিক্রির ওপর রাশ টানতে ব্যর্থ প্রশাসন ৷ এর জেরে ফের দুর্ঘটনার শিকার হতে হল রাজু গুপ্তকে ৷
advertisement

রাজু বাবুর অভিযোগ বৃহস্পতিবার সন্ধেয় ডোমজুড় বইমেলায় যাওয়ার সময় ডোমজুরের বেগরী কামার্শাল এলাকায় হঠাৎই তার মুখে জড়িয়ে যাই সুতো ৷ সুতো জড়ানো অবস্থায় বেশকিছুটা এগিয়ে যান তিনি, নিমিষেই মুখের বিভিন্ন অংশ থেকে ঝরতে থাকে রক্ত, যন্ত্রনায় ছিটকে পরে যান তিনি ৷ হেলমেট পরে থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি ৷ রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ সেখানে মুখে ৮ টি সেলাই পরে তার | বাঁ চোখের বেশ কিছুটা অংশে গভীর ক্ষত হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিকিৎসকরা জানিয়ে দেন প্রাথমিক ভাবে সেলাই করলেও পরবর্তী কালে চোখের সমস্যা আসতে পারে ৷ রাজু বাবুকে উদ্ধার করা ব্যক্তিরা জানান সম্প্রতি পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে এলাকায় ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে ৷ সেই ঘুড়ির সুতোই এখন আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ৷ স্থানীয়দের দাবি ডোমজুরের মাকারদহ, বাঁকড়া ডোমজুড় বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে চিনা মাঞ্জা ৷ পুরো বিষয়টিই চলছে পুলিশের নাকের ডগায়৷ হুশ নেয় প্রশাসনের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিনা মাঞ্জা সুতোয় গুরুতর আহত যুবক, চোখ নষ্টের আশঙ্কা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল