পুলিশ কিশোরের পরিবারকে খবর দিলে আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এখান থেকে কলকাতা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে বাড়িতেই ছিল কিশোর। গতকাল চোখে অসহ্য যন্ত্রনা শুরু হলে কোন্নগর মাতৃ সদনে ভর্তি করা হয়। আজ তাকে আবার কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঠিক ৬ দিনের অপেক্ষা…শুক্রের গোচরে কপাল খুলবে ৫ রাশির! টাকার বৃষ্টি, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে
পরিবারের অভিযোগ যে বাড়ির আম গাছে আম পারতে গিয়েছিল ওই কিশোর। সেই বাড়ির লোকজনই তাকে মারধর করেছে। তার সঙ্গে একজন টোটো চালকও ছিল। যদিও ওই পরিবার অভিযোগ অস্বীকার করেছে। কিশোরকে যে মারধর করা হয়েছে এই বিষয়টা তারা জানেই না বলে দাবি।
আরও পড়ুন: হাইকোর্টের নোটিস পেলেন কুণাল ঘোষ! হতে পারে জেলও? তৃণমূল নেতাকে বড় নির্দেশ আদালতের
উত্তরপাড়া থানার পুলিশ মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। কোন্নগরে আম পাড়ার ঘটনায় আক্রান্ত ১৪ বছরের কিশোরকে আনা হল কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ১৪ বছরের নাবালক সোমন। ডান চোখের নীচের হাড়ে গুরুতর আঘাত, রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা চিকিৎসকরা পরীক্ষা করে দেখছে। অস্ত্রোপচার করা হতে পারে নাবালকের চোখে। মাথার পেছনে রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকরা জানাচ্ছেন নাবালকের অবস্থা গুরুতর।