TRENDING:

গয়না ভর্তি ব্যাগ টোটোয় ফেলে নেমে গেলেন মহিলা! তারপর? ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ

Last Updated:

কালনার আশ্রম পাড়ার বাসিন্দা সুপর্ণা বিশ্বাস মেয়ে ছোট মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন।একটি টোটো চেপে বাকুলিয়া বাসস্ট্যান্ডে যান তিনি। সেখানে টোটো থেকে নেমে অন্য একটি টোটোয় চড়তে গিয়ে বুঝতে পারেন তাঁর সঙ্গে গয়না ভর্তি ব্যাগটি নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

কালনার আশ্রম পাড়ার বাসিন্দা সুপর্ণা বিশ্বাস মেয়ে ছোট মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন।একটি টোটো চেপে বাকুলিয়া বাসস্ট্যান্ডে যান তিনি। সেখানে টোটো থেকে নেমে অন্য একটি টোটোয় চড়তে গিয়ে বুঝতে পারেন তাঁর সঙ্গে গয়না ভর্তি ব্যাগটি নেই। খেয়াল হয় আগের টোটোয় সেই ব্যাগ ফেলে এসেছেন। শুরু হয় সেই টোটো খোঁজার পালা। কিন্তু তিনি আর সেই টোটোর সন্ধান পাননি। বাপের বাড়ি যাওয়া পরিকল্পনা বাদ দিয়ে তিনি কালনা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

advertisement

আরও পড়ুন : নেপথ্যে ইঁদুর? কালনায় আচমকা অচল 'লাইট অ্যান্ড সাইট'! আসল কারণ জানাল পুরসভা

অভিযোগ পাওয়ার পর তদন্ত নামে পুলিশ। রাস্তার বিভিন্ন সি সি টিভির ফুটেজ খতিয়ে দেখা হয়। তা থেকেই সনাক্ত করা হয় টোটোটিকে। খোঁজ নিয়ে জানা যায় টোটো চালকের বাড়ি কালনার বারুইপাড়ায়। এরপর পুলিশ টোটো চালকের সঙ্গে যোগাযোগ করে। টোটো চালক সুজিত নন্দী গয়না ভর্তি ব্যাগটি নিয়ে থানায় হাজির হন। পুলিশ ব্যাগের সন্ধান পেয়ে সুপর্ণা দেবীর সঙ্গে যোগাযোগ করে। সন্ধ্যা নাগাদ সুপর্ণা দেবী থানায় যান। ব্যাগের ভেতর কি কি ছিল জানতে চাওয়া হয়। পুলিশ তা খতিয়ে দেখে ব্যাগটি সুপর্ণা দেবীর হাতে তুলে দেয়।

advertisement

আরও পড়ুন : নেমপ্লেটে জ্বলজ্বল করছে ঐন্দ্রিলার নাম! বহরমপুরের বাড়িতে আর ফিরবে না বাড়ির মেয়ে, স্মৃতিতে ভাসছে 'ইন্দ্রপ্রস্থ'...

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

টোটো চালক সুজিতের দাবি, বাকুলিয়ায় ওই মহিলাকে নামিয়েছিলাম। তারপর প্রায় তিন কিলোমিটার দূরে চলে এসে খেয়াল করি ব্যাগটি রয়ে গিয়েছে। কিছুটা এগিয়ে গিয়ে খোঁজ খবর করি। কিন্তু ওই মহিলার আর দেখা পাইনি। সুপর্ণা দেবী বলেন, ভুল করে আমি ব্যাগটা টোটোয় রেখে নেমে পড়েছিলাম। ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকার গয়না ছিল। আমি টোটো চালক ও পুলিশের কাছে কৃতজ্ঞ। খুশি হয়ে টোটো চালককে ৫০০ টাকা দেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গয়না ভর্তি ব্যাগ টোটোয় ফেলে নেমে গেলেন মহিলা! তারপর? ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল