TRENDING:

গরুকে খড় দিতে গিয়ে খড়ের গাদায় বোমা বিস্ফোরণ, আহত এক মহিলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অন্ডাল: মঙ্গলবার ভোরে নিজের বাড়ির গবাদি পশুকে খড় দিতে গিয়ে হঠাৎ বোমা বিস্ফোরণে আহত হলেন ফুলমুনি মেঝেন (৪০) নামের এক মহিলা। আহত মহিলাকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা অন্ডালের বনবহাল ফাঁড়ির অন্তর্গত ডায়মন্ড মাঝি পাড়ার । আহত মহিলার মেয়ে সীতামনি মেঝেন জানান, ভোরে গরুর খাবার জন্য খড় দিচ্ছিল মা । সেই সময় একটা বিকট শব্দে তাদের ঘুম ভাঙে । তখন দেখে তাঁদের মা রক্তাক্ত অবস্থায় উঠোনে পড়ে আছেন । আর চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে । তাঁদের দুটি গরুও আহত হয়েছে ।
advertisement

কিভাবে, কোথা থেকে বোমা এল, তা জানতে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরুকে খড় দিতে গিয়ে খড়ের গাদায় বোমা বিস্ফোরণ, আহত এক মহিলা