ঘন কুয়াশা থাকার কারণে হাতিটিকে দেখতে পাইনি ওই বৃদ্ধা। এরপরেই হাতি ওই বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
গত বছর, শালবনীতে হাতির হামলার মৃত্যু হয় দুজনের। দল বিচ্ছিন্ন দাঁতালের তাণ্ডবে মৃত্যু বৃদ্ধের। সভ্যতার উন্নতিতে ক্রমেই ছোট হচ্ছে জঙ্গল। জঙ্গলে খাবার না পেয়ে স্থানীয় এলাকায় হানা দিচ্ছে হাতির দল। পরপর এই ধরনের ঘটনায় বন ও গ্রামসংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, হাতির গতিবিধি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নিক বনদফতর।
advertisement
