পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পশ্চিমের সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। রবিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড়-বৃষ্টি শুরু হবে।
আরও পড়ুন– বন্ধ সব ভিসা, সিন্ধু জলচুক্তি স্থগিত, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ !
advertisement
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে কয়েক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ২ দিনে আরও বাড়বে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় রাতে গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শহর জুড়ে। মূলত পরিষ্কার আকাশ, সূর্যের প্রখর তাপ এবং গরমের অস্বস্তি চরমে উঠবে।
রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে ফের হাওয়া বদল হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
ঝড়-বৃষ্টির সাময়িক স্বস্তির পর পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এক ধাক্কায় ৫ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। গরমে হাঁসফাঁস দশা কলকাতাতেও। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং গরম আরও বাড়তে পারে। শনিবার পর্যন্ত টানা তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে।