TRENDING:

'বাম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হয়েছে', এমন মন্তব্য করলেন কোন সাংসদ?

Last Updated:

West Bengal news: 'সিপিএমের আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে,' বিজয়া সম্মেলনে যোগ দিতে গিয়ে এমন মন্তব্য করলেন সাংসদ। তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ‘সিপিএমের আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে,’ বিজয়া সম্মেলনে যোগ দিতে গিয়ে এমন মন্তব্য করলেন সাংসদ। তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতর। বাম নেতৃত্ব বলছেন, “চিকিৎসক হয়েও উনি অযৌক্তিক কথা বলছেন”।
'বাম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হয়েছে', এমন মন্তব্য করলেন কোন সাংসদ?
'বাম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হয়েছে', এমন মন্তব্য করলেন কোন সাংসদ?
advertisement

পূর্বস্থলী ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার বলেন, সিপিএমের আমলে মানুষ টিকটিকি, গিরগিটি, এমনকি পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত।

আরও পড়ুন: ‘মেয়ের সঙ্গে টয়লেট করতে ট্রেনে…’ টিকিট চাইতেই বললেন 1st AC-র যাত্রী,টিটি শুরু করলেন খেলা

advertisement

সাংসদ বলেন, “2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর দিদি যেভাবে কাজ করছেন তা কেউ ভাবতেই পারেনি। আগে আমরা দেখেছি সিপিএমের আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে। এখন প্রতিটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে যাচ্ছে। রাস্তা ঘাট সবই হয়েছে জঙ্গলে। সেখানকার মানুষের তেমন কষ্ট আর নেই। এখন আর কেউ না খেয়ে থাকে না। দুয়ারে রেশন থেকে শুরু করে বিনামূল্যে পড়াশোনা সবেরই ব্যবস্থা হয়েছে। তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের কোনও সমস্যা হবে বলে মনে হয় না”।

advertisement

আরও পড়ুন: বাড়ির খাবার নিয়ে উঠেছিলেন ট্রেনে, হঠাৎ বিপাকে বহু যাত্রী, গুনতে হল জরিমানা! বিশ্বাসই করতে পারছেন না, কী হল জানেন?

তবে তৃণমূল সাংসদের এই মন্তব্যকে মেনে নিতে পারছে না বাম নেতৃত্ব। বাম নেতা প্রদীপ সাহা  বলেন, “ওনার ডাক্তারি লাইসেন্স এখনই বাতিল করা উচিত। মানুষ টিকটিকি বা গিরগিটি খেয়ে বাঁচতে পারে এমন কথা একেবারেই অযৌক্তিক। তিনি আরও বলেন, বাম আমলে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ছিল, যা এখন বহু ক্ষেত্রে প্রশ্নের মুখে”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

তৃণমূল নেতা দেবু টুডু বলেন, “বাম আমলে আমরা তো আমলাশোল দেখেছি। সেখানের বাসিন্দা আক্ষরিক অর্থেই দুবেলা দু’মুঠো খাবার পেতেন না। পিঁপড়ের ডিম খেয়ে তাঁদের দিন কাটাতে হতো। মানবিক মুখ্যমন্ত্রী তাঁদের খাদ্য সুনিশ্চিত করেছেন। বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কারণে জঙ্গলমহল এখন হাসছে, সঠিক কথাই বলেছেন সাংসদ”।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বাম আমলে টিকটিকি, গিরগিটি, পিঁপড়ের ডিম খেয়ে থাকতে হয়েছে', এমন মন্তব্য করলেন কোন সাংসদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল