TRENDING:

West Bengal news: সালিশি সভায় না যাওয়ার পিটিয়ে খুন! ১৩ বছর পরে ন'জনের যাবজ্জীবনের সাজা শোনাল আদালত

Last Updated:

Crime news: সালিশি সভার নামে এক ব্যক্তিকে ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগে যাবজ্জীবনের সাজা হল তিন মহিলা-সহ ন জনের। ১৩ বছর আগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার করন্দা গ্রামে এই ঘটনা ঘটেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: সালিশি সভার নামে এক ব্যক্তিকে ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগে যাবজ্জীবনের সাজা হল তিন মহিলা-সহ ন জনের। ১৩ বছর আগে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার করন্দা গ্রামে এই ঘটনা ঘটেছিল। আজ সোমবার সেই মামলার রায় ঘোষণা করল বর্ধমান আদালত।
খুনে সাজা ঘোষণা
খুনে সাজা ঘোষণা
advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২০১১ সালের ১০ সেপ্টেম্বর। সেই দিন বিকেল ৫টা নাগাদ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন মেমারির করন্দা গ্রামের বাসিন্দা ভূতনাথ মালিক। বাড়ির কাছে একটি পুকুর পাড়ে তাকে আটকে একদল গ্রামবাসী বাঁশ-লাঠি দিয়ে বেদম মারধর করে। হাত-পা ভেঙে দেওয়া হয়। এরপর তাঁকে ক্লাব ঘরে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে সালিশি সভার নামে দ্বিতীয় দফায় মারধর শুরু হয়।

advertisement

আরও পড়ুন: কলকাতায় মর্মান্তিক পথদুর্ঘটনা! স্কুটারকে ধাক্কা বাসের, রক্তে ভেসে গেল চারপাশ

মৃতপ্রায় ভূতনাথ জল পান করতে চাইলেও তা দিতে কেউ এগিয়ে আসেনি। বেদম মারধরের জেরে ক্লাবঘরেই মৃত্যু হয় তাঁর। রাত পৌনে ১১টা নাগাদ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় মেমারি থানার পুলিশ। ভূতনাথের ভাইপো গণেশ মালিক মেমারি থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় ধরপাকড়।

advertisement

আরও পড়ুন: উত্তরবঙ্গের ট্রেনে বিপদ! বিগড়ে গেল চলন্ত মালগাড়ির ইঞ্জিন, আটকে গেল বন্দে ভারত

জানা যায়, গ্রামে নবান্ন উৎসব চলাকালীন এক মহিলাকে উদ্দেশ করে ভূতনাথ কটুক্তি করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরপর গ্রামের সালিশি সভায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তিনি সেই সালিশি সভায় যাননি। তার জেরেই তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

advertisement

পুলিশ এই খুনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানির পর ৯ জনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (পঞ্চম কোর্ট) দেবশ্রী হালদার। বাকিদের এই মামলা থেকে বেকসুর খালাস করা হয়েছে। এছাড়াও সাজাপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দু’বছর জেলের সাজা দেওয়া হয়েছে। সব সাজাই এক সঙ্গে চলবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সালিশি সভায় না যাওয়ার পিটিয়ে খুন! ১৩ বছর পরে ন'জনের যাবজ্জীবনের সাজা শোনাল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল