হারের পর্যালোচনা করতে গিয়ে সিপিএমও 'ডোল রাজনীতি'র প্রচারকে 'সঠিক হয়নি' বলে স্বীকার করে নিয়েছে। গত বছরের জুন মাসের ১৯-২০ তারিখ দু'দিনের রাজ্য কমিটির বৈঠকে একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে ১৯ নম্বর পাতায় বলা হয়, 'তৃণমূল সরকারের কয়েকটি কল্যাণকর কর্মসূচি যেমন সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, দিদিকে বলো, পাড়ায় সমাধান প্রভৃতি ও এইগুলিকে কেন্দ্র করে সমস্ত মাধ্যমে ব্যয় বহুল ও ব্যাপকতম প্রচার ভোটারদের একাংশের মধ্যে প্রভাব বিস্তার করেছে একথা অস্বীকার করা যায় না। একে 'ডোল' বলে হালকা করে দেখাটা সঠিক হয়নি। 'বেনিফিশিয়ারি' গড়ে তোলার লক্ষ্যে রাজনীতিকে সঠিকভাবে মোকাবিলা করা যায়নি। উপকৃত অংশের মধ্যে প্রকল্প গুলির ব্যাপক প্রভাব পড়েছে।'
advertisement
আরও পড়ুনঃ 'টুম্পা সোনা'র পর 'কমলা', CPIM-এর নয়া প্যারোডিতে বুঁদ নতুন প্রজন্ম, তুমুল ভাইরাল...
এ বার পুরসভা নির্বাচনে তৃণমূলের সেই অস্ত্রকেই ব্যবহার করতে চাইছে সিপিএম। অশোকনগর পুরসভায় বামফ্রন্টের ইস্তেহারে 'সম্মান' ও 'আশীর্বাদ' নামে দুটি প্রকল্পের কথা বলা হয়েছে। ইস্তেহারে বলা হয়েছে, 'যে মহিলারা ৫০০ টাকা সরকারি সাহায্য পান তাদের মধ্যে অধিকতর দরিদ্র মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ১০০০ টাকা দেবে পুরসভা। তাঁদের সন্তানদের মধ্যে যারা মেধাবী ছাত্রছাত্রী তাঁদের জন্য ফ্রি ইন্টারনেট। মাথা উচু করে বাঁচবে সবাই। দয়া নয় সাহায্য নয়। প্রকল্পের নাম হবে 'সম্মান'। এরই সঙ্গে বাবা-মায়ের পাশাপাশি আমাদের তরফেও থাকবে 'আশীর্বাদ'। দরিদ্র পরিবারের কন্যার বিবাহ পৌরসভা দেবে ১০০০০ টাকা।' তাছাড়া 'পাড়ায় পাড়ায়' প্রকল্পের মাধ্যমে পুরসভাকে মানুষের বাড়ির কাছে এনে দেওয়ার যে প্রতিশ্রুতি ইস্তেহারে লেখা হয়েছে।
আরও পড়ুন: ইসলামপুরে 'কমলা'র পর অশোকনগরে 'ও আন্তাভা', ভোট বৈতরণী পেরোতে ট্রেন্ডে ভাসছে বামেরা
এই প্রকল্পের সঙ্গে রাজ্যের 'লক্ষ্মীর ভাণ্ডার' ও 'কন্যাশ্রী'র এবং 'দুয়ারে সরকার'-এর মিল থাকায় সিপিএমের বিরুদ্ধে 'নকল' করার অভিযোগ করছে তৃণমূল। তৃণমূল নেতা প্রবোধ সরকার বলেন, "আমাদের নকল করে লাভ হবে না। কারণ সিপিএম জিততে পারবে না। ক্ষমতায় এলে তারপরে তো কাজ করবে।" যদিও নকল করার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন বামফ্রন্টের আহ্বায়ক সত্যসেবী কর। তিনি বলেন, "আমরা জেতার বিষয়ে নিশ্চিত। ইস্তেহারে যা লেখা হয়েছে ক্ষমতায় এলে তা পূরণ করা হবে। আমরা কাউকে নকল করি না। বাম আমলেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতার মতো একগুচ্ছ কাজ হয়েছিলো। তবে আমরা এর কোনও নাম দিইনি। যদি নকল করার কথা হয় তাহলে ওরা সেটা করেছে। নাম দিয়ে নিজেদের বলে চালানোর চেষ্টা তৃণমূলই করে।"
Ujjal Roy