তবে এর বাইরেও রয়েছে আরও নানান দেখার জায়গা। তাহলে এবার জেনে নিন বিশ্বভারতীতে এসে কোন জায়গা গুলি ঘুরে দেখবেন। উত্তরায়ণ কমপ্লেক্স, রবীন্দ্র ভবন, কলাভবন, চিন্ময় ভবন, বিনয় ভবন, শান্তিনিকেতন ব্রহ্ম মন্দির, শাল বিজেড়া, উপাসনা গৃহ, কালোবাড়ি।
advertisement
এখানেই শেষ নয় এই বোলপুর শান্তিনিকেতনে রয়েছে আরও নানান দেখার জায়গা।শান্তিনিকেতনের আশেপাশের এলাকা যেমন- খোয়াই, প্রাকৃতিক দৃশ্য, স্থানীয় বাজার এবং বিভিন্ন মেলাও পর্যটকদের আকৃষ্ট করে। এর পাশাপাশি রয়েছে সোনাঝুরির হাট, সেই হাট থেকে আরেকটু কিছু দূরে গেলেই পাবেন অন্য একটি সরকারি হাট, সেই সরকারি হাট দেখা হয়ে গেলে আরও কিছুটা দূরে গেলে দেখতে পাবেন আদিবাসীদের একটি মিউজিয়াম। সেখানেই দেখতে পাবেন প্রায় ১৪ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি।
আরও পড়ুন: নানা মডেলের গাড়ি পছন্দ ছিল বিশ্বকবির, মাত্র ৫৩০০ টাকায় কিনেছিলেন ‘এই’ গাড়িটি, জানুন
সেই বৌদ্ধ মূর্তি তো দেখলেন এবার সেখান থেকে আপনি আরও কিছুটা পায়ে হেঁটে গেলেই এমন এক গ্রামে প্রবেশ করবেন যেই গ্রামে ঢুকলে আর আপনার ফিরে আসতে মন চাইবে না। আপনি সেই গ্রামে গেলে দেখতে পাবেন প্রত্যেকটি মাটির বাড়িতে করা রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জীবন যাপনের বিভিন্ন কারুকার্য। মূলত আদিবাসী গ্রাম হিসেবে পরিচিত এটি। তাই এবার যদি আপনি বোলপুর শান্তিনিকেতন আসেন তাহলে এই সমস্ত জায়গাগুলি ঘুরতে একদম ভুলবেন না।
সৌভিক রায়





