TRENDING:

রক্তে ভাসল সপ্তাহ শেষের রাত! একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত চার, আহত একাধিক!

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে পর পর চারটি দুর্ঘটনা। মৃত চার, আহত একাধিক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্ঘটনা গাড়ি সরানো হচ্ছে
দুর্ঘটনা গাড়ি সরানো হচ্ছে
advertisement

৯ আগস্ট শনিবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। এই পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছয়জনের বেশি। এর মধ্যে গুরুতর আহত তিনজন। পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জাতীয় সড়কের পাশে থাকা পরপর দু’টি দোকানের ওপর উঠে যায় একটি মাল বোঝাই ট্রাক।

জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ! 

advertisement

আপনার বিশেষ অঙ্গে কি ‘আঁশটে’ গন্ধ? রোজ কোন ভুলের জন্য এমন হচ্ছে জানেন? পরিষ্কার রাখুন সঠিক উপায়ে

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সিদ্ধা বাজারে ভয়াবহ পথ দুর্ঘটনা রাতের অন্ধকারে। স্থানীয় সূত্রে জানা যায়, খড়গপুর গামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, সিদ্ধা বাজারের কাছে ওই ট্রাক রাস্তার পাশে থাকা চা দোকান সহ একটি মিষ্টির দোকান গুঁড়িয়ে দেয়। আর এই ভয়াবহ দুর্ঘটনার পর আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম সেক আমির উদ্দিন, বয়স ৬২।

advertisement

আনসার পাখিরা, বয়স ৪৮ এবং মহিবুল শেখ, বয়স ৫১। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজিত রায় বলেন, ৯ আগস্ট শনিবার রাত্রি ৯:৪০ নাগাদ কোলাঘাট থেকে খড়গপুর অভিমুখে ষোলো চাকার একটি ট্রাক ১৬ জাতীয় সড়কের সিদ্ধা বাজার সংলগ্ন ২টি দোকানের উপর উঠে যায়। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এখন ক্রেন দিয়ে ওই গাড়িটি সরানো হয়। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এক ঘন্টা পর জাতীয় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

advertisement

পাঁশকুড়ার এই দুর্ঘটনার পরপরই আরও তিনটি দুর্ঘটনা ঘটে। ১১৬ নম্বর জাতীয় সড়কের মিলন নগর টোল প্লাজার কাছে একটি দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় একজন আহত হয়েছে। এর পাশাপাশি ১১৬ সড়কের কাপাসএড়িয়ার কাছে হলদিয়া গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। ওই ঘটনায় পেছনের ট্রাকের চালক মারা যায়।

advertisement

পুলিশ সূত্রে এখনও ওই ট্রাক ড্রাইভারের নাম ঠিকানা জানা যায়নি। এর পাশাপাশি তমলুক শহরের স্টেশন রোডের রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রক্তে ভাসল সপ্তাহ শেষের রাত! একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত চার, আহত একাধিক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল