বাঁকুড়া শহর সংলগ্ন! কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এই বিদ্যালয়ে শুরু হয়েছে ঘন্টা বাজিয়ে জল পান করার এক মহড়া। দিনে তিনবার ঘন্টা পড়বে। ঘন্টা পড়লেই বাচ্চারা ছুটে চলে আসবে কলসিগুলোর কাছে। কারো হাতে থাকবে গ্লাস, আবার কারো হাতে থাকবে বোতল। নিজের ইচ্ছামত জল পান করে নেবে। এছাড়াও সারাদিন জল পান করতে পারবেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: রোদ, গরমের ভয়! আবার ঘুরতেও যেতে হবে! সব চিন্তা দূর! গরমের ছুটিতে ঘোরার এই জায়গার বিকল্প কিছু হবে না
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন, “বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা হিসেবে আমাদের দায়িত্ব ছোট ছোট শিশুদের শিক্ষাদান করা সেটাই নয়। তাদেরকে এই প্রচন্ড গরমে মনে করিয়ে দিতে হবে যে জল খাওয়ার সময় হয়েছে। একে একে সব ছাত্র-ছাত্রীকে বলা সম্ভব নয় সেই কারণে, এমন একটি ঘণ্টার ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকেরা খুব খুশি হয়েছেন এই ওয়াটার বেলের ব্যবস্থাপনায়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া শহরের এই নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের আগে বহু উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করেছে। এবার শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেলের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদ্যালয়।
নীলাঞ্জন ব্যানার্জী





