TRENDING:

Viral Nadia News: তাল খেজুরের সারির আড়ালে লাল ইটের প্রাচীন ব্রিটিশ বাংলো, রানি ভিক্টোরিয়ার আবক্ষ মূর্তি! বাংলার এই গ্রামেই আছে এক টুকরো ‘লন্ডন’

Last Updated:

Viral Nadia News:লন্ডনের বিলাসবহুল আবাসনের মতো হুবহু আবাসন দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নীচে। ইটের গায়ে রয়েছে লাল রংয়ের ছোঁয়া, কাঠের দরজার নকশা বলে দেয় সে দাঁড়িয়ে আছে শতাধিক বছর ধরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, নদিয়া: প্রত্যন্ত গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে চোখ ধাঁধিঁয়ে যাওয়ার মতো এক অনন্য চিত্র এখনও যেন জ্বলজ্বল করছে সৌন্দর্যময় পরিবেশের মধ্যে দিয়ে। লন্ডনের বিলাসবহুল আবাসনের মতো হুবহু আবাসন দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নীচে। ইটের গায়ে রয়েছে লাল রংয়ের ছোঁয়া, কাঠের দরজার নকশা বলে দেয় সে দাঁড়িয়ে আছে শতাধিক বছর ধরে।
advertisement

হ্যাঁ এমনই এক প্রাচীন ঐতিহ্যের আবাসনের সন্ধান মিলল নদিয়ার কৃষ্ণনগরের চরশম্ভুনগর গ্রামে। জানা যায়, কয়েক যুগ আগে ওই গ্রামে বসবাস করতেন মাত্র ২০০ টি পরিবার, চলছিল ব্রিটিশ রাজত্ব। সেই সময় গোবর্ধন আগরওয়াল নামে এক জমিদার তৈরি করেছিলেন এই আবাসন। সম্ভবত ব্যবহৃত হত কারখানার কর্মীদের আবাসন হিসেবে। গ্রামের প্রবীণদের কথায়, তাঁরা বাবা ঠাকুরদাদের কাছ থেকে শুনতে পেয়েছিলেন এই আবাসনে যাতায়াত করতেন ব্রিটিশরা। সময়ের পরিবর্তনে জমিদারি ধ্বংসের পথে চলে যায় গোবর্ধন আগরওয়ালের। বাধ্য হয়েই আবাসনটি বিক্রয় করে দিয়েছিলেন, পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পরে এই আবাসনে যাতায়াত করতেন সরকারি আধিকারিকরাও, কিন্তু বর্তমানে বিলাসবহুল আবাসনটির কিছুটা ভগ্নদশা শুরু হলেও এখনও এর দর্শন পর্যটকদের কাছে অনন্য।

advertisement

গ্রামবাসীরা জানাচ্ছেন, নদিয়া জেলা নয়, গোটা পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের প্রাচীন জমিদারি আবাসনের দেখা মেলা বড়ই ভার। প্রত্যন্ত গ্রামের আঁকাবাঁকা পথের চারপাশে রয়েছে খেজুর গাছ, তালগাছ-সহ প্রকৃতির অনন্য সৌন্দর্য। পাশেই বয়ে যাচ্ছে কৃষ্ণনগরের জলঙ্গি নদী। পথ পেরিয়ে আবাসনে ঢুকলেই দেখা যাবে দু’পাশে রয়েছে রানি ভিক্টোরিয়ার আবক্ষ মূর্তি,, আর এটাই প্রমাণ করে দেয় ভিক্টোরিয়ার আদলের ছোঁয়া রয়েছে এই ঐতিহ্য প্রাচীন আবাসনে।

advertisement

আরও পড়ুন : এ বছর আম ছাড়াই কাটবে বাঙালির গরমকাল? গুটিকয়েক যা পাওয়া যাবে, দাম হবে আকাশছোঁয়া? আমরসিকদের কপালে চিন্তার ভাঁজ

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

রংবেরঙের পাখিদের কিচিরমিচির ডাক, ফুলের অরণ্য, আরও কত কী! অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে রয়েছে অতি প্রাচীন বাংলোটি। তবে লোকমুখে শোনা যায়, বাড়িটি বর্তমানে ‘কোম্পানির বাড়ি’ নামেই পরিচিত, তবে কী কারণে এই নামে পরিচিত, তা অজানা গ্রামবাসীদের কাছে। বর্তমানে চরশম্ভুনগর গ্রামে হাজার হাজার পরিবারের বসবাস। কিন্তু এখনও প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এই অতি প্রাচীন আবাসনটিকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এখন প্রতিদিন লেগে থাকে পর্যটকদের আনাগোনা, এক প্রকার বলা যেতেই পারে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এই আবাসন আরও যেন মনোমুগ্ধকর। ঠিক তেমনই পর্যটকদের মন কেড়ে নেয় ব্রিটিশ আমলের প্রাচীন কারুকাজ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Nadia News: তাল খেজুরের সারির আড়ালে লাল ইটের প্রাচীন ব্রিটিশ বাংলো, রানি ভিক্টোরিয়ার আবক্ষ মূর্তি! বাংলার এই গ্রামেই আছে এক টুকরো ‘লন্ডন’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল