Mango Price: এ বছর আম ছাড়াই কাটবে বাঙালির গরমকাল? গুটিকয়েক যা পাওয়া যাবে, দাম হবে আকাশছোঁয়া? আমরসিকদের কপালে চিন্তার ভাঁজ

Last Updated:

Mango Price: ৪০০০ আম গাছের মধ্যে মাত্র ২০ টি গাছে আম। অবস্থা খুবই খারাপ চলতি মরশুমে।

+
আম্রপালি 

আম্রপালি 

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: আমের নাম মুখে আনলেই পশ্চিমবঙ্গের যে দু’টি জেলা সবার প্রথমে মনে আসত সেগুলি হল মালদা এবং মুর্শিদাবাদ। বর্তমানে এই দুই জেলার সঙ্গে নতুন সংযোজন হয়েছে বাঁকুড়া জেলার নাম। বরং বলাই যায় যে স্বাদে ও গন্ধে মালদা মুর্শিদাবাদের আমকে প্রায়ই পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে আসছে বাঁকুড়া জেলার আম। শুধুমাত্র স্থানীয় বাজারগুলি নয়, জেলা এবং রাজ্যের আমের চাহিদা মিটিয়ে গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অংশে পৌঁছে গেছে বাঁকুড়া জেলার উৎপাদিত আম।
বর্তমানে বাঁকুড়া সিমলাপাল রায়পুর এবং শালতোড়ার পতিত জমি আর কংসাবতীর সেচ খালের দুপাশের লাগানো গাছ থেকে উৎপাদিত আম্রপালি, হিমসাগর, চৌষা, মল্লিকা ,ল্যাংড়া এখন পশ্চিমবঙ্গের আপামর বাঙালির পরম প্রিয়। তবে এই বছর আমের চাহিদা থাকলেও বাঁকুড়ায় আমের ফলন একেবারে তলানিতে। ৪০০০ আম গাছের মধ্যে মাত্র ২০ টি গাছে আম।
advertisement
বাজারে আম্রপালি আম ঢোকার কথা ১০-১৫ দিনের মধ্যে। গত বছর আম চাষিদের গাছে ছিল আম। এইবছর ছবিটা পাল্টে গেছে। ফলন কমেছে অর্ধেকের চেয়েও অনেকটা নীচে। এই অবস্থায় সামান্য ঝড় ঝাপটা হলেই ২০২৫ সালে বাঙালির পাতে পড়বে না আম্রপালি। ২০২৩ সালের গ্রীষ্মকালে ৫০-৭০ টাকা কিলো দরে এই আম বিক্রি হলেও এই বছর যোগান না থাকায় আম্রপালি আমের দাম  বেড়ে যেতে পারে আরও কিছুটা।
advertisement
advertisement
আরও পড়ুন : ঠিক ‘১ চামচ ঘি’ খান এই ভাবে! তলপেটের চারপাশে জমে থাকা পুরু মেদের স্তর গলে জল! বদহজমের মুখে ছাই!
তবে কি বাঙালির শেষ পাতে দু এক কুঁচি আম্রপালি পড়বে? এই প্রশ্নের উত্তর স্পষ্ট হবে আর কয়েকটা দিন পরেই। তখন গাছের আম ঘরে তুলতে পারবেন বাঁকুড়ার চাষিরা। বাঁকুড়ার বাজারে কিছুটা আম সরবরাহ করতে পারলেও বাইরের বাজারে রফতানির সম্ভাবনা খুবই কম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Price: এ বছর আম ছাড়াই কাটবে বাঙালির গরমকাল? গুটিকয়েক যা পাওয়া যাবে, দাম হবে আকাশছোঁয়া? আমরসিকদের কপালে চিন্তার ভাঁজ
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement