ঘটনার সূত্রপাত স্থানীয় কয়েক জন ব্যক্তির সন্দেহকে ঘিরে। রেশন থেকে বাড়িতে চাল নিয়ে গিয়ে দেখেন, চালের মধ্যে বেশ কিছু চালের দানা রয়েছে যেগুলো অন্যরকম। চাল ধোয়ার সময় জলে দিলেই সেগুলি ভেসে উঠছে। গ্রামের অন্যান্য রেশন গ্রাহকদের মধ্যেও একই সন্দেহ দেখা দেয়। সকলেই ভেবে বসেন ওই চাল আসলে চিনা প্লাস্টিক চাল। গুজব ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। রেশন ডিলরও কোনও সদুত্তর দিতে পারেননি। জানান, ডিস্ট্রিবিউটার যে চাল পাঠায় তিনি তাই দিয়ে থাকেন।
advertisement
আরও পড়ুনঃ এক সঙ্গে আট সদস্যের পদত্যাগ, অচলাবস্থা বর্ধমানের জামাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে
পরে জানা যায়, ওই চাল আসলে সরকারের দেওয়া ফর্টিফায়েড চাল। এই চালের মধ্যে ভিটামিন বি১২ রয়েছে। ফরটিফায়েড চালের ভাত খেলে শরীরে আয়রন, রক্তশূন্যতা স্নায়ুতন্ত্রকে ঠিক করে। এছাড়া চালের মধ্যে ফলিক এসিড রয়েছে, যা মায়েদের শরীরে ভ্রুনের বিকাশকে সাহায্য করবে। খাদ্য আধিকারিকদের বক্তব্য, এই চাল নিঃসন্দেহে শরীরের পক্ষে ভালো। কোনো আতঙ্কের বিষয় নেই।
SHANKU SANTRA