TRENDING:

ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে বিপত্তি, গুজবে আতঙ্কিত গোটা গ্রাম

Last Updated:

রেশনের ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে আতঙ্কিত দক্ষিণ ২৪ পরগনা পঞ্চানন গ্রাম। পরে জানা যায় ওই চালে কোনও ভয়ের কিছু নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: রেশন থেকে দেওয়া সরকারের ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে বিপত্তি। গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে পড়ে চিনা প্লাস্টিক চালের। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকে ভয়ে রান্নাও বন্ধ করে দেন। গ্রামবাসীরা গিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দেন রেশন ডিলারের কাছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার পঞ্চানন গ্রাম পঞ্চায়েত এলাকায়। পড়ে জানা যায় ওই চাল আসলে ভিটামিন বি১২ যুক্ত ফর্টিফায়েড চাল।
advertisement

ঘটনার সূত্রপাত স্থানীয় কয়েক জন ব্যক্তির সন্দেহকে ঘিরে। রেশন থেকে বাড়িতে চাল নিয়ে গিয়ে দেখেন, চালের মধ্যে বেশ কিছু চালের দানা রয়েছে যেগুলো অন্যরকম। চাল ধোয়ার সময় জলে দিলেই সেগুলি ভেসে উঠছে। গ্রামের অন্যান্য রেশন গ্রাহকদের মধ্যেও একই সন্দেহ দেখা দেয়। সকলেই ভেবে বসেন ওই চাল আসলে চিনা প্লাস্টিক চাল। গুজব ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। রেশন ডিলরও কোনও সদুত্তর দিতে পারেননি। জানান, ডিস্ট্রিবিউটার যে চাল পাঠায় তিনি তাই দিয়ে থাকেন।

advertisement

আরও পড়ুনঃ এক সঙ্গে আট সদস্যের পদত্যাগ, অচলাবস্থা বর্ধমানের জামাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে

পরে জানা যায়, ওই চাল আসলে সরকারের দেওয়া ফর্টিফায়েড চাল। এই চালের মধ্যে ভিটামিন বি১২ রয়েছে। ফরটিফায়েড চালের ভাত খেলে শরীরে আয়রন, রক্তশূন্যতা স্নায়ুতন্ত্রকে ঠিক করে। এছাড়া চালের মধ্যে ফলিক এসিড রয়েছে, যা মায়েদের শরীরে ভ্রুনের বিকাশকে সাহায্য করবে। খাদ্য আধিকারিকদের বক্তব্য, এই চাল নিঃসন্দেহে শরীরের পক্ষে ভালো। কোনো আতঙ্কের বিষয় নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

SHANKU SANTRA

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফর্টিফায়েড চালকে প্লাস্টিক চাল ভেবে বিপত্তি, গুজবে আতঙ্কিত গোটা গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল