কলকাতার পর জেলায় প্রথম এই উদ্যোগ । প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে শনিবার উত্তরপাড়া হাসপাতালের ভিতর প্রায় শতাধিক বছরের পুরনো ভেঙে পড়া একটি বটগাছকে বুলডোজার দিয়ে সোজা করে দাঁড় করানো হয় । পাশাপাশি ভদ্রকালী অ্যাসোসিয়েশনের মাঠের কাছে আরও একটি বটগাছকে সোজাসুজি দাঁড় করানো হয় । এলাকার আরও কয়েক জায়গায় নতুন চারা গাছ লাগানো হয়েছে ।
advertisement
উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন, আমফানের জেরে এলাকার বহু গাছ নষ্ট হয়ে গিয়েছে । যে গাছগুলিকে ঠিক করা সম্ভব সেই সমস্ত গাছগুলিকে বিজ্ঞানসম্মত উপায়ে পুনঃপ্রতিষ্ঠা করা হবে । পাশাপাশি সমস্ত নাগরিকদের কাছে তিনি আবেদন জানিয়েছেন, প্রত্যেকে নিজের এলাকায় গাছ লাগিয়ে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 7:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুপার সাইক্লোন আমফানে ভেঙে পড়া গাছগুলির Replantation শুরু, পুরসভার উদ্যোগে খুশি এলাকাবাসী