TRENDING:

সমাজ সচেতনতামূলক বার্তা দিতে বাইক নিয়ে পাহাড়ে পাড়ি দিলেন সাঁইথিয়ার দুই যুবক

Last Updated:

স্বচ্ছতা অভিযানকে বিশ্ববাসীদের সামনে তুলে ধরতে বীরভূম থেকে সুদূর পাহাড়ে পাড়ি বীরভূমের সাঁইথিয়ার দুই বাইক রাইডারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Supratim Das
advertisement

#বীরভূম: স্বচ্ছতা অভিযানকে বিশ্ববাসীদের সামনে তুলে ধরতে বীরভূম থেকে সুদূর পাহাড়ে পাড়ি বীরভূমের সাঁইথিয়ার দুই বাইক রাইডারের। স্বচ্ছতা বার্তা নিয়ে যখন প্রায় সকলেই প্রতিনিয়ত দিচ্ছেন নানান সচেতনতামূলক বার্তা, আর সাধারণ নাগরিক হিসাবে এই দুই বাইক রাইডারের উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। স্বচ্ছতা অভিযানের পাশাপাশি পৃথিবীজুড়ে বেড়ে চলা উষ্ণায়ণ রোধ, সেভ ড্রাইভ সেভ লাইফের মত সচেতনতামূলক বার্তাও রয়েছে তাদের এই রাইডিংয়ে।

advertisement

সাঁইথিয়ার পথপদর্শক ও এফ.টি.আর.সি বাইক রাইডিং টিমের দুই সদস্য রাইডার সৌম্যনাথ মুখার্জী ও আবির মির্ধা এমনই সচেতনতামূলক বাইক রাইডে আজ সিকিমের উচ্চতম গুরুদংমার লেকে পৌঁছলেন।

তাঁরা এই মুহুর্তে রয়েছেন ১৭,০০৪ ফুট (৫,১৮৩ মি) উচ্চতায়। এছাড়াও তাঁরা নেপাল, লাচুং, টাইগার হিল সহ আরও বিভিন্ন জায়গায় রাইড করে তাঁদের রাইডের মূল উদেশ্য - স্বচ্ছতা অভিযান, সেফ ড্রাইভ সেভ লাইফ ও বিশ্ব উষ্ণায়ণ রোধ সম্পর্কে বার্তা পৌঁছে দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৯ তারিখ তাঁরা শহর সাঁইথিয়া থেকে বাইকে যাত্রা শুরু করেন। এখন লক্ষ্য টাইগারহিল, সেখান থেকে বাইকে ঘুরে আগামী শনিবার তারা সাঁইথিয়া ফিরবেন।"

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমাজ সচেতনতামূলক বার্তা দিতে বাইক নিয়ে পাহাড়ে পাড়ি দিলেন সাঁইথিয়ার দুই যুবক