স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিহাটির লাহাবাগান অঞ্চলে একটি আবাসন তৈরি হচ্ছে। খুব ধীরগতিতে কাজ চলছে। প্রশাসন নিধারিত কোনরকম সুরক্ষার বন্দোবস্ত ছাড়াই রমরমিয়ে চলছে নির্মান কাজ। এইভাবে কাজ করার ফলে নির্মীয়মান আবাসন থেকে পার্শ্ববর্তী অঞ্চলের উপর খসে খসে পড়ে পাথরের টুকরো। শনিবার সকালেও নির্মীয়মান আবাসনের একাংশের পাঁচিল ভেঙে নিচে পড়ে। তাতেই আহত হন দুই পথচারী।
advertisement
আরও পড়ুন: ঐতিহাসিক রাজবাড়ি দিঘিতে পর্যটকদের জন্য নতুন চমক! জানলে খুশি হবেন আপনিও
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। আহতদের উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, এই সব অনিয়মের প্রতিবাদ করলে হুমকি দেয় প্রোমোটার ও তার দলবল। সব সময় চমকে ধমকে রাখা হয় এলাকাবাসীদের। যদিও এলাকাবাসীদের অভিযোগ এবং দুর্ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি হয়নি আবাসন কর্তৃপক্ষ। তবে এদিনের এই ঘটনার পরে আবাসনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয়েছে খরদহ থানার পুলিশ।