স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর ব্লকের বেনাচাপড়া গ্রামের এই দুই যুবক নিজেদের কাজে একটি মোটরবাইক করে কুচিয়াকোল বাজারে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে কুচিয়াকোল সংলগ্ন এলাকায় এসে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা শাল জঙ্গলের একটি শাল গাছে সজোরে ধাক্কা মারে। এর জেরে দু’জনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
advertisement
জানা যাচ্ছে, শিবু বাইক চালাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি গুরুতর জখম হন, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় দেবাশীষকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কয়েক ঘণ্টা পর চিকিৎসারত অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
একদিকে গ্রামে চলছে মনসা পুজো, অন্যদিকে দুর্ঘটনায় দুই তরতাজা যুবকের মৃত্যু। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানরত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে প্রাথমিকভাবে অনুমান করা হয়, এই দুই যুবকের কারও মাথায় কোনও হেলমেট ছিল না এবং মোটরবাইক অতি দ্রুত গতিতে চালানো হচ্ছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা গাছে ধাক্কা মারে। জানা যাচ্ছে, মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখার জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।