TRENDING:

ছুটে চলেছিল ট্রেন, হঠাৎ জঙ্গলের রাস্তায় লাইনে ৩ হাতি! বিরাট সংঘর্ষ...মর্মান্তিক দুর্ঘটনায় তোলপাড় ঝাড়গ্রাম!

Last Updated:

ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু হয়েছে। বন দফতর রেলকে সতর্ক করলেও দ্রুতগতির জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়। রেল-বন দফতরের মধ্যে চাপানউতোর চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় ৩টি হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য। গতকাল রাতে হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস। ১টি বয়স্ক ও ২টি শাবক হাতির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। বন দফতর সূত্রে খবর তাদের তরফ থেকে রাত ১০:৫৬ মিনিটে রেলকে জানানো হয়েছিল, ওই এলাকায় রেল লাইনের ধারে অনেকগুলি হাতি রয়েছে।
ছুটে চলেছিল ট্রেন, হঠাৎ জঙ্গলের রাস্তায় লাইনে ৩ হাতি! বিরাট সংঘর্ষ...মর্মান্তিক দুর্ঘটনায় ছারখার জঙ্গল
ছুটে চলেছিল ট্রেন, হঠাৎ জঙ্গলের রাস্তায় লাইনে ৩ হাতি! বিরাট সংঘর্ষ...মর্মান্তিক দুর্ঘটনায় ছারখার জঙ্গল
advertisement

তাই রাতে যে সব ট্রেন চলাচল করবে সেগুলি যেন গতি কমিয়ে চলাচল করে। বন দফতর সূত্রে খবর দ্রুত গতিতেই বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস চলাচল করছিল। তার ধাক্কাতেই শাবক-সহ হাতির মৃত্যু ঘটেছে। এই ঘটনায় পুনরায় রেল-বন দফতর চাপানউতোর শুরু হয়ে গেছে।

ট্রেনের লোয়ার বার্থে বসেছিলেন যুবক, একদল ‘আঙ্কেল’ লাঞ্চ নিয়ে এসে বললেন, ‘এখানে বসি?’ এর পরেই হাহাকার!

advertisement

বাবা বেঁচে থাকতে কি ছেলে-মেয়ে তাঁর সম্পত্তি দাবি করতে পারে? জানুন ভারতের আইন কী বলছে!

প্রসঙ্গত গত কয়েক মাস ধরে রেল লাইনের ধারে হাতি চলে আসছে এমন খবর জানাচ্ছিলেন রেলের চালক ও গার্ড।

কিছুদিন আগেই রেল লাইনে হাতির প্রসবের কারণে দুই ঘন্টা ট্রেন দাঁড়িয়ে ছিল দক্ষিণ পূর্ব রেলে।ফলে হাতি নিয়ে সমস্যা বাড়ছিল। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের চার জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ২০১৭ সালে মোট হাতি ছিল ১৯৪টি। বর্তমানে ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪টি। অর্থাৎ এই আট বছরে ১৫ শতাংশ হাতি বৃদ্ধি পেয়েছে।

advertisement

ঝাড়গ্রাম ডিভিশনে হাতি আছে ৪৪ টি। আর জেলার নয়াগ্রাম(৩৪) এবং সাঁকরাইল ব্লক(৬৬) মিলে হাতি আছে ১৪৪টি। বাকি ৮০টি হাতি ছড়িয়েছিটিয়ে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন রেঞ্জে। বনদপ্তরের একটি সূত্রে জানা গিয়েছে, বছরে প্রায় ১০ শতাংশ করে হাতি বাড়ছে। জানা গিয়েছে, নয়াগ্রাম এবং সাঁকরাইল ব্লকে ১০টির কাছাকাছি পাঁচ বছরের নিচে শাবক রয়েছে। অন্য দিকে ঝাড়গ্রাম রেঞ্জে জঙ্গলে একটি ২০ থেকে ২৫টি হাতির দলে শাবক রয়েছে ছয় থেকে সাতটি। এর মধ্যে তিনটি রয়েছে তিন বছরের কম বয়স। রাজ্য বন দফতর সূত্রে খবর, এই ঘটনায় তারা রেলের বিরুদ্ধে এফ আই আর করতে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছুটে চলেছিল ট্রেন, হঠাৎ জঙ্গলের রাস্তায় লাইনে ৩ হাতি! বিরাট সংঘর্ষ...মর্মান্তিক দুর্ঘটনায় তোলপাড় ঝাড়গ্রাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল