সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক কষে দেন ওই মালগাড়ির চালক। খবর দেওয়া হয় স্থানীয় স্টেশন মাস্টারকে।
advertisement
জানা গিয়েছে, খবর পেয়ে ছুটে আসেন স্টেশন মাস্টার-সহ রেলের কর্মীরা। স্টেশন মাস্টার এবং রেলকর্মীরা সকলে মিলেই আগুন নেভানোর কাজ শুরু করে। পাশপাসি খবর দেওয়া হয় দমকল বিভাগকে।
advertisement
দমকলের কর্মীরা এসে কয়লা বোঝায় ওই আগুনকে নিয়ন্ত্রণে আনে বলেই জানা গিয়েছে। যদিও সিনিয়র ডিসিএম জানিয়েছেন ‘‘মাঝেমধ্যে এরকম কয়লা গাড়িতে নিজেই আগুন লেগে যায়। খবর পেয়েই দ্রুত আমরা ফায়ার ব্রিগেড খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।’’
Shankar Rai
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 1:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেশ না কাটতেই ফের অঘটন! দাউ দাউ করে আগুন মালগাড়িতে, বেলদায় হুলুস্থুলু, অল্পের জন্য কীভাবে রক্ষা?
