TRENDING:

North 24 Parganas News: হাসনাবাদ স্টেশন চত্বর থেকে উদ্ধার নাবালিকা, হিঙ্গলগঞ্জ পুলিশের বড় সাফল্য

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চার নাবালিকার বাড়ি হিঙ্গলগঞ্জ থানার ১ নম্বর চাড়ালখালি এলাকায়। নদিয়া জেলার একটি পাচারচক্র কাজের লোভ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাদের বাড়ি থেকে বের করে নিয়ে যায় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ: হাসনাবাদ স্টেশন চত্বর থেকে উদ্ধার হল চার নাবালিকা।  হিঙ্গলগঞ্জ পুলিশের তৎপরতায় ফের একবার বড়সড় সাফল্য এল সামনে। হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারের নেতৃত্বে হাসনাবাদ স্টেশন চত্বর থেকে চারজন নাবালিকাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছে সাধারণ মানুষ।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চার নাবালিকার বাড়ি হিঙ্গলগঞ্জ থানার ১ নম্বর চাড়ালখালি এলাকায়। নদিয়া জেলার একটি পাচারচক্র কাজের লোভ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাদের বাড়ি থেকে বের করে নিয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি পরিবারের নজরে আসতেই দ্রুত হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত নিখোঁজ ডায়েরি করা হয়। মিসিং ডায়েরি দায়ের হওয়ার পরই হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। ওসি সন্দীপ সরকারের নির্দেশে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এবং সম্ভাব্য রেলপথ ও স্টেশন চত্বরগুলিতে নজরদারি বাড়ানো হয়। তারই ফলস্বরূপ গতকাল গভীর রাতে হাসনাবাদ স্টেশন চত্বর থেকে চার নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একের পর এক মৃত্যু হচ্ছে জলজ প্রাণীর...! দূষণ বিভীষিকা ছড়াচ্ছে আতঙ্ক, হারিয়ে যাচ্ছে খড়ি নদী
আরও দেখুন

উদ্ধারের পর ওই চার নাবালিকাকে অবিলম্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। আজ তাদের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত পাচারচক্রের সন্ধানে তদন্ত জোরদার করেছে পুলিশ। কোন রুটে ও কীভাবে নাবালিকাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, সেই সঙ্গে পাচারকারীদের পরিচয় ও যোগাযোগের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই চক্রের সঙ্গে যুক্তদের গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হাসনাবাদ স্টেশন চত্বর থেকে উদ্ধার নাবালিকা, হিঙ্গলগঞ্জ পুলিশের বড় সাফল্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল