তিনি আরও জানান, “আদ্রা ডিভিশনে রেল পরিষেবার পরিকাঠামোগত উন্নয়নের জন্য রেলের এই সিদ্ধান্ত।” ট্রাফিক-কাম-পাওয়ার ব্লকের কারণে আগামী ১৬ নভেম্বর নিম্নলিখিত ট্রেনগুলোর চলাচলে প্রভাব পড়বে: ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল- পুরুলিয়া- আসানসোল মেমু প্যাসেঞ্জার ও ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।
পেট্রোল-ডিজেলের নয়া দাম ঘোষণা! ১৫ নভেম্বর আপনার শহরের দামের তালিকা জেনে নিন
advertisement
বিহারে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা! জুন মাস থেকে সবটা জেনে নিন
আংশিক সমাপ্তি, আংশিক সূত্রপাত: ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর- আসানসোল- বারাভূম মেমু প্যাসেঞ্জার আদ্রা থেকে যাত্রা শুরু ও সমাপ্ত হবে। এই সময়ে ট্রেনটি আদ্রা -আসানসোল- আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।
অন্যদিকে বিলম্বে চলবে ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ২ ঘন্টা বিলম্বে যাত্রা করবে। যাত্রীদের অসুবিধা কমাতে আদ্রা ডিভিশনের রেল কর্তৃপক্ষ আগাম বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে যাত্রীদের। পাশাপাশি যাত্রার আগে ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে নিত্যদিনের ট্রেন যাত্রীরা কোনও রকম না সমস্যায় পড়েন রেল পরিষেবার ক্ষেত্রে।
