১৪ বছর বয়স থেকে পুতুল নাচ করছেন প্রিয়ব্রত সিংহ। রাজ্যের বিভিন্ন জেলা ব্যতীত দেশের বিভিন্ন জায়গায় গিয়ে করেছেন পুতুল নাচ। যে নেশাটা শুরু হয়েছিল মাত্র কয়েক পয়সা দিয়ে, সেই নেশায় আজ তৈরি হয়েছে পুতুল নাচের একটি দল। কাজ করছেন সাত জন। বাঁকুড়া জেলার সোনামুখী থেকে আগত পুতুল নাচের এই দলটি প্রদর্শন করল একটি চমকপ্রদ পুতুল নাচ। সমাজ সচেতনতামূলক বার্তা ছড়িয়ে যায়, পুতুল নাচের মাধ্যমে।
advertisement
পুতুল নাচ মানুষের মনে দাগ কাটে। দুটি পুতুলের ভঙ্গিমা, তাদের মধ্যে কার কথাবার্তা। নাচ গান আনন্দ, সব কিছুর সঙ্গে রয়েছে একটি সুন্দর মেসেজ। হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার আনন্দের প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ। এক সময় বাংলা সংস্কৃতির এই ঐতিহ্য সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন সেই পুতুল নাচের ঐতিহ্য বিলীন হতে বসেছে প্রায়। প্রতিটি বিলীন হয়ে যাওয়া লোকসংস্কৃতি এবং ঐতিহ্যপূর্ণ শিল্পচর্চাগুলির বেশিরভাগই এখনও জীবিত রয়েছে বাঁকুড়া জেলায়। পুতুল নাচ তার অন্যতম।
নীলাঞ্জন ব্যানার্জী





