রবিবার সন্ধ্যায় সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে তৃণমূলে যোগ দেন তিনি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবেই পরিচিত ছিলেন সুজয় মাস্টার। লোকসভা ভোটে বসিরহাটে জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সন্দেশখালিতে যাবেন। অবশেষে সোমবার দুপুরে সন্দেশখালির মিশন মাঠে সরকারি সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২০ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হল সরকারি পরিষেবা। ঠিক তার আগেই এই যোগদান সন্দেশখালি এলাকায় শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
সন্দেশখালি কাণ্ড নিয়ে লোকসভা ভোটের আগেই তোলপাড় পড়েছিল গোটা রাজ্যে। শেখ শাহজাহানের নামে একের পর এক বিস্ফোরক অভিযোগে আসরে নামেন বিরোধী নেতারা। জোর করে জমি দখল, মহিলাদের নির্যাতন-সহ এই তৃণমূল নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ ওঠে। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গা ঢাকা দেওয়ার পরে অবশেষে শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশই।
সন্দেশখালি আন্দোলনেরই মুখ ছিলেন সুজয় মাস্টার। তবে তাঁকে পরে মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিকদের সঙ্গে নানা সময়ে দেখা গিয়েছিল। এবার সেই সুজয় অবশেষে যোগ দিলেন তৃণমূলে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, ”সুজয় মণ্ডল বিজেপি নেতা নয়৷ তৃণমূলের প্যারা টিচার সংগঠনের নেতা।”