TRENDING:

TMC: সন্দেশখালিতে আসল চমক মমতা নয়, দিলেন এক 'মাস্টার'! আন্দোলনের সেই 'মুখ' এবার তৃণমূলে, কে জানেন তিনি?

Last Updated:

TMC: রবিবার সন্ধ্যায় সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে তৃণমূলে যোগ দেন তিনি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবেই পরিচিত ছিলেন সুজয় মাস্টার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি: মমতা বন্দ্যোপাধ্যায় যেন সন্দেশখালি এলেন, দেখলেন আর জয় করলেন। কিন্তু আসল চমক লুকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই। তৃণমূল নেত্রীর সফরের আগেই তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল।
সুজয়ের তৃণমূলে যোগ
সুজয়ের তৃণমূলে যোগ
advertisement

রবিবার সন্ধ্যায় সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে তৃণমূলে যোগ দেন তিনি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবেই পরিচিত ছিলেন সুজয় মাস্টার। লোকসভা ভোটে বসিরহাটে জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সন্দেশখালিতে যাবেন। অবশেষে সোমবার দুপুরে সন্দেশখালির মিশন মাঠে সরকারি সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২০ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হল সরকারি পরিষেবা। ঠিক তার আগেই এই যোগদান সন্দেশখালি এলাকায় শোরগোল ফেলে দিয়েছে।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে তোলপাড় ফেললেন সানজিদা আফরিন নামে এই মহিলা! কেঁপে গেল পুলিশ মহলও, কে এই মহিলা জানেন? চমকে উঠবেন শুনে

সন্দেশখালি কাণ্ড নিয়ে লোকসভা ভোটের আগেই তোলপাড় পড়েছিল গোটা রাজ্যে। শেখ শাহজাহানের নামে একের পর এক বিস্ফোরক অভিযোগে আসরে নামেন বিরোধী নেতারা। জোর করে জমি দখল, মহিলাদের নির্যাতন-সহ এই তৃণমূল নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ ওঠে। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গা ঢাকা দেওয়ার পরে অবশেষে শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সন্দেশখালি আন্দোলনেরই মুখ ছিলেন সুজয় মাস্টার। তবে তাঁকে পরে মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিকদের সঙ্গে নানা সময়ে দেখা গিয়েছিল। এবার সেই সুজয় অবশেষে যোগ দিলেন তৃণমূলে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, ”সুজয় মণ্ডল বিজেপি নেতা নয়৷ তৃণমূলের প্যারা টিচার সংগঠনের নেতা।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: সন্দেশখালিতে আসল চমক মমতা নয়, দিলেন এক 'মাস্টার'! আন্দোলনের সেই 'মুখ' এবার তৃণমূলে, কে জানেন তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল