TRENDING:

Anubrata Mondal: আর জেলা সভাপতি নন অনুব্রত, বীরভূম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! কেষ্ট এখন শুধুই কোর কমিটির সদস্য

Last Updated:

শুধু বীরভূম নয়, এ দিন রাজ্যের প্রায় সবজেলাতেই সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল৷ অধিকাংশ জায়গাতেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ বীরভূম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়সড় সাংগঠনিক রদবদল করল তৃণমূল৷ প্রায় সব জেলাতেই তৃণমূলের সভাপতি এবং চেয়ারপার্সন পদে বদল করা হয়েছে৷ এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বীরভূম জেলা সভাপতি পদটিকেই অবলুপ্ত করা৷ যার ফলে আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদে থাকছেন না অনুব্রত মণ্ডল৷ তার বদলে বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে কোর কমিটিকে৷ সেই কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে৷ সেই কোর কমিটির সাধারণ সদস্য করা অনুব্রত মণ্ডলকে৷ তবে কোর কমিটিতে থাকলেও তৃণমূলের এই পদক্ষেপে অনুব্রতর গুরুত্ব কমল বলেই মনে করা হচ্ছে৷ ওই কোর কমিটিতে অনুব্রতর মতোই সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ৷
কমিটির বৈঠকে আরও কী জানালেন বীরভূমের নেতা?
কমিটির বৈঠকে আরও কী জানালেন বীরভূমের নেতা?
advertisement

শুধু বীরভূম নয়, এ দিন রাজ্যের প্রায় সবজেলাতেই সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল৷ অধিকাংশ জায়গাতেই জেলা সভাপতির পদ তুলে দিয়ে কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ বীরভূম৷ কারণ কাগজে কলমে অনুব্রত আর বীরভূমে দলের শেষ কথা থাকলেন না৷ তাঁর মাথার উপরে বসানো হল আশিস বন্দ্যোপাধ্যায়কে৷

গত বেশ কয়েক মাস ধরেই তৃণমূলে সাংগঠনিক রদবদল নিয়ে কথা চলছিল৷ বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে সেই সাংগঠনিক রদবদল সেরে ফেলল তৃণমূল৷ বেশ কিছু ক্ষেত্রে দলের পুরনো বেশ কয়েকজন মুখের বিরুদ্ধেই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

প্রায় দু বছর জেলবন্দি থাকা অবস্থাতেও অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলায় দলের সভাপতির পদ থেকে সরায়নি তৃণমূল৷ এমন কি,  গত বছর সেপ্টেম্বর মাসে অনুব্রতর জেলমুক্তির পরেও জেলা সভাপতি পদেই থেকে যান অনুব্রত৷ জেল বন্দি থাকা অবস্থায় ধীরে ধীরে বীরভূমে অনুব্রতর প্রভাবও কমতে থাকে৷ জেলার সাংগঠনিক দায়িত্ব সামলানোর জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিল দল৷ সেই কোর কমিটির উপরেই আস্থা রাখা হল৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: আর জেলা সভাপতি নন অনুব্রত, বীরভূম নিয়ে বিরাট সিদ্ধান্ত তৃণমূলের! কেষ্ট এখন শুধুই কোর কমিটির সদস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল