পথসভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ হামিদ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর আক্রমণ বরদাস্ত করা হবে না। বিজেপি যদি এই ষড়যন্ত্র বন্ধ না করে, তাহলে আগামী দিনে ছাত্র-যুব, মহিলা ও শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। প্রতিটি বিজেপি নেতার বাড়ি গিয়ে কৈফিয়ত চাওয়া হবে কেন বাংলার ছাত্র-যুবদের উপর অত্যাচার হচ্ছে।
advertisement
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিরোধীরা শুধু রোহিঙ্গা,পাকিস্তান, জিহাদি এসব কথাই বলতে জানে। বাংলার ভাষা ও সংস্কৃতির মর্যাদা তারা বোঝে না। ২০২১ সালে বাংলা দখলে ব্যর্থ হয়েই আজ তারা বাঙালিদের উপর প্রতিহিংসা চালাচ্ছে।
শেখ হামিদ স্পষ্ট হুঁশিয়ারি দেন, যে সমস্ত বাঙালি বিজেপি নেতা মাতৃভাষার এই অপমানের পরও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মীরজাফরের ভূমিকা নেবে, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কঠোর অবস্থান নেবে। ভিন রাজ্যে যদি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়,তবে গণতান্ত্রিকভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি,বাংলা ভাষা ও বাংলাভাষীর অস্তিত্ব রক্ষায় তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।