তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যাপক পুলিশি প্রহরায় বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট পর্ব চলে। ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৭২২ টি। গণনা পর্বে বাতিল হয় ১৬ টি ভোট। ফল ঘোষণা হতে দেখা যায় ৯ – ০ ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল।
advertisement
ঝুলি ফাঁকা বাম ও বিজেপির। আগেও সমবায়টি দখলে ছিল তৃণমূলের। তবে গত পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে পূর্বতন সমবায় বোর্ডের সম্পাদক সুনীল মহাপাত্র দল বদলে নাম লিখিয়েছিলেন বিজেপিতে। এই নির্বাচনে তাঁকেই সামনে রেখে লড়াইয়ে নেমেছিল বিজেপি। তাতেই এই পরিণতি হয়েছে গেরুয়া শিবিরের।
বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও সমবায় সমিতি এলাকার তিনটি বুথই রয়েছে বিজেপির দাপট। লোকসভা নির্বাচনেও এই ৩ টি বুথ থেকে ভোট ব্যবধান বাড়িয়েছিল তারা। তার পরও সমবায় নির্বাচনে একচেটিয়া জয় পেয়ে রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির।