স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মাঝবয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। কোলাঘাটের রেলব্রীজ চত্বর এলাকাতেই দেখতে পাওয়া যায় ভাসমান দেহটি। আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট এলাকায়। উৎসবের আবহে যখন সর্বত্র আনন্দের রেশ, ঠিক সেই সময়েই এই মর্মান্তিক ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। সম্প্রতি এরকমই এক ঘটনা ঘটেছে দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় মোড়ল পুকুর থেকে। উদ্ধার হল এক মা ও তাঁর মাত্র দু’বছরের শিশুকন্যার মৃতদেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালা হাজরা এবং তাঁর শিশুকন্যার নাম বৃষ্টি হাজরা। গত মঙ্গলবার থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে গতকাল দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা মোড়ল পুকুরের জলে ভাসতে থাকা একটি দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মালা হাজরার দেহ উদ্ধার করে। এরপর থেকেই শুরু হয় নিখোঁজ শিশুটির সন্ধান। পুকুরে নেমে প্রথমে তল্লাশি চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকাবাসীর উদ্যোগে পুকুরে জাল নামানো হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় দু’বছরের শিশু বৃষ্টি হাজরার দেহ। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
