TRENDING:

Bike theft: পুলিশ অফিসারের বাইক নিয়ে নিমেষে উধাও, চোরের দুঃসাহসে হতবাক উলুবেড়িয়া! আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

পুলিশ সূত্রে খবর, গতকাল সোমবার উলুবেড়িয়ার ওটি রোড়ের বাজারপাড়া ভক্তার মোড় এলাকায় রোজকার মতো যানবাহন নিয়ন্ত্রণের ডিউটি করছিলেন এএসআই সহদেব পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্তু মালিক, উলুবেড়িয়া: সাধারণ মানুষের মোটরসাইকেল চুরির ঘটনা তো নিয়মিতই ঘটছে৷ কিন্তু খোদ পুলিশ অফিসারের সামনে থেকেই যদি পুলিশের মোটরসাইকেল চুরি করে পালায় চোর? এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়৷ পুলিশের লাগানো সিসিটিভি ক্যামেরায় বাইক চুরির সেই ছবি ধরাও পড়েছে৷
পুলিশ অফিসারের বাইক নিয়ে পালাচ্ছে চোর, ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷
পুলিশ অফিসারের বাইক নিয়ে পালাচ্ছে চোর, ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷
advertisement

চোরের এমন দুঃসাহসে অবাক পুলিশকর্মীরাও৷ তবে এখনও অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ৷ চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা সম্ভব হয়নি৷

পুলিশ সূত্রে খবর, গতকাল সোমবার উলুবেড়িয়ার ওটি রোড়ের বাজারপাড়া ভক্তার মোড় এলাকায় রোজকার মতো যানবাহন নিয়ন্ত্রণের ডিউটি করছিলেন এএসআই সহদেব পাল। পুলিশের লাগানো সিসিটিভি ক্যামেরার সামনেই রাখা ছিল ওই এএসআই-এর মোটরসাইকেল। সেই বাইক নিয়েই চম্পট দেয় এক দুষ্কৃতী৷

advertisement

আরও পড়ুন: মোটরসাইকেল চালিয়ে এসেই ধোয়াধুয়ি করেন? কতবড় ভুল করছেন, ধারণা নেই অনেকেরই

কাজের ব্যস্ততায় প্রথমে ওই এএসআই-ও বিষয়টি খেয়াল করেননি৷ হঠাৎই তিনি দেখেন তাঁর বাইক নেই৷ শুরু হয় বাইকের খোঁজ৷ সিসিটিফি ফুটেজ পরীক্ষা করার সময় বাইক চুরির বিষয়টি নজরে আসে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্থানীয় বাসিন্দাদের অবশ্য অভিযোগ, উলুবেড়িয়া এলাকায় প্রায়শই সাধারণ মানুষের বাইক চুরির ঘটনা ঘটছে৷ অধিকাংশ ক্ষেত্রেই চুরি যাওয়া বাইক উদ্ধার করতে পারেনি পুলিশ৷ তার মধ্যেই খোদ ট্রাফিক পুলিশে কর্মরত একজন এএসআই-এর বাইক চুরি ঘটনায় প্রশ্ন স্থানীয়দের। উলুবেড়িয়া থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike theft: পুলিশ অফিসারের বাইক নিয়ে নিমেষে উধাও, চোরের দুঃসাহসে হতবাক উলুবেড়িয়া! আতঙ্কে স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল