হাসপাতালে ভর্তি রয়েছেন আশিস সাঁতরা, কিরণ সাউ, হনুমন্ত সাউ, শিল্পা ওঁরাও, গৌরনিতাই সাহা, শেখ আক্রামূল হক, অনীশ সোম, অমরেন্দ্রনাথ দত্ত, শেখ রাহুল আমিন, অক্ষত সাউ, আর্নিয়া সাউ এবং গৌরী হেমব্রম ৷
এই ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিবৃতি পেশ করা হয় ৷ রেলের তরফ থেকে জানানো হয়েছে, ‘খুব কম সময়ের ব্যবধানে ৮টি ট্রেন ৷ ৮টি ট্রেন থাকায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ বহু যাত্রী একসঙ্গে ফুটব্রিজে ওঠায় দুর্ঘটনা ৷’
advertisement
তখন ৬টাও বাজেনি। সাঁতরাগাছি স্টেশনে ভিড়ে ভিড়। এর মধ্যে কয়েকটি দূরপাল্লার। কয়েকটি লোকাল। অনেকে এক্সপ্রেস ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে ওভারব্রিজে উঠছিলেন অন্য ট্রেন ধরবেন বলে। অনেকের আবার দূরপাল্লা বা লোকাল ট্রেন ধরার ব্যস্ততা। অনেক যাত্রী দাঁড়িয়েছিলেন ফুটব্রিজে। যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে, সেই প্ল্যাটফর্মে নামার জন্য। এভাবেই সাঁতরাগাছির স্টেশনের একমাত্র ফুটব্রিজের উপর ভিড় ক্রমেই বাড়ছিল। ভিড়ের মধ্যেই ট্রেন ধরার হুড়োহুড়ি। রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তখনই ফুটব্রিজের সিঁড়িতে বেশ কয়েকজন পড়ে যান। পদপিষ্ট হন যাত্রীরা।