বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির ৷ দূরত্ব রেখে ভক্তদের পুজো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বক্রেশ্বর, নলহাটি-সহ মন্দিরেই একই নির্দেশ দেওয়া হয়েছে ৷ নির্দেশ দিলেন বীরভূমের জেলাশাসক ৷ মন্দিরে সেবাইতদের মাধ্যমে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ তারাপীঠে তৈরি হচ্ছে মেডিক্যাল সেন্টার ৷
advertisement
বাংলার চৈত্র মাস শিবের মাস বলা হয়। এই মাস জুড়ে খুব ধুমধাম ভাবে গাজন উৎসব হয়। আর কয়েক লক্ষ পুর্ণাথীর সমাগম হয় তারকেশ্বর এর বাবা তারকনাথের মন্দিরে। তাই এই বিপুল ভক্ত সমাগম থেকে আরও মারাত্মক আকার নিতে পারে করোনা ৷ তাই তারকেশ্বর মন্দিরে নিত্যসেবা হলেও সাধারণ পুণ্যার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন অনুযায়ী,গাজন মেলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2020 7:41 PM IST
