TRENDING:

#Coronavirus: বন্ধ করা হচ্ছে না তারাপীঠ, তারকেশ্বরে ভক্তদের প্রবেশ বন্ধ

Last Updated:

মন্দিরে মন্দিরে আলাদা সিদ্ধান্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : ত্রাস দেখাচ্ছে করোনা ভাইরাস৷ পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই পাওয়া গেছে আক্রান্ত ৷ এরই জেরে একাধিক ধর্ম প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে ৷ দেশে-বিদেশের বিভিন্ন মঠ-মন্দির-মসজিদ-গীর্জা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বাংলার দুটি জনপ্রিয় মন্দির তারকেশ্বর ও তারাপীঠ ৷ সেই দুটি মন্দিরের ক্ষেত্রেও পরিচলন সমিতি সিদ্ধান্ত নিয়ে নিল ৷
advertisement

বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির ৷ দূরত্ব রেখে ভক্তদের পুজো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বক্রেশ্বর, নলহাটি-সহ মন্দিরেই একই নির্দেশ দেওয়া হয়েছে ৷ নির্দেশ দিলেন বীরভূমের জেলাশাসক ৷ মন্দিরে সেবাইতদের মাধ্যমে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ তারাপীঠে তৈরি হচ্ছে মেডিক্যাল সেন্টার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

বাংলার চৈত্র মাস শিবের মাস বলা হয়। এই মাস জুড়ে খুব ধুমধাম ভাবে গাজন উৎসব হয়। আর কয়েক লক্ষ পুর্ণাথীর সমাগম হয় তারকেশ্বর এর বাবা তারকনাথের মন্দিরে। তাই এই বিপুল ভক্ত সমাগম থেকে আরও মারাত্মক আকার নিতে পারে করোনা ৷ তাই তারকেশ্বর মন্দিরে নিত্যসেবা হলেও সাধারণ পুণ্যার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন অনুযায়ী,গাজন মেলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#Coronavirus: বন্ধ করা হচ্ছে না তারাপীঠ, তারকেশ্বরে ভক্তদের প্রবেশ বন্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল