দিঘা সৈকতের শেষ সীমানা ওড়িশা তালাসারিতে অবস্থিত মিনতি হোটেল। তালাসারি মেরিন পুলিশ বুধবার রাতে আকস্মিক অভিযান চালিয়ে অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে, উদ্ধার করে যুবতীদের। জানা যায়, দিঘা থানার অধীনে বাসুদেব পাল ও সন্দীপ মণ্ডল তালাসারী সৈকতে একটি হোটেল এবং রেস্তোরাঁ চালাতেন। ওই হোটেলে অবৈধ দেহ ব্যবসার অভিযোগ ওঠেছিল। সেই মতো তালাসারি পুলিশ বুধবার রাত ২টোয় হোটেলে অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ীদের গ্রেফতার করে।
advertisement
দেহ ব্যবসায়ীরা কেউ ২৪ পরগনা, কেউ বারাসত, কেউ পূর্ব মেদিনীপুর, দিঘা এলাকার। হোটেল ম্যানেজার সন্দীপ মণ্ডল মহিষাদল থানার বাসিন্দা, পিন্টু মণ্ডল এগরার বাসিন্দা, উত্তর প্রদেশের দালাল কোমল কিশোর, ওড়িশার দালাল গণেশ পাল-সহ গ্রাহক মলয় কুমার মানিক, মানস মানিক, গৌরহরি সাউকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হলো।