মতুয়াগড় হিসেবে পরিচিত নদিয়া জেলার রানাঘাট। আজ শুভেন্দুর সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই সেই নদিয়া জেলা, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এক মাস আগে যেখান থেকে জেলা সফর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নদিয়া সেই জেলা, যেখানে শাসকদলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, নিয়মিত চর্চার বিষয়। টেট দুর্নীতির অন্যতম অভিযুক্ত অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জেলা এটি। এ জেলারই পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। একইসঙ্গে এই জেলায় রয়েছে মতুয়া ভোটব্যাঙ্ক। যে মতুয়া ভোটব্যাঙ্কে এখনও বিজেপির প্রভাব অটুট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবার সেই মতুয়া গড়েই অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর।
advertisement
আরও পড়ুন- 'মানুষ কি উৎসব পালন করবে না?' গঙ্গাসাগর থেকে বড়দিন পালন নিয়ে 'বড়' বার্তা মমতার
বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ডাকে আজ জনসভা। যে জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দানের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রানাঘাটের মাটিতে দাঁড়িয়ে নানান বক্তব্যের জবাব দিতেই রানাঘাটকেই বেছে নিলেন শুভেন্দু অধিকারী বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
আরও পড়ুন- সাড়ে সাতি থেকে ঢাইয়া, শনির অবস্থানে আসছে পরিবর্তন! ভাগ্যে তার কী প্রভাব পড়বে?
শাসক দলের লাগামছাড়া দুর্নীতি, অত্যাচারের অভিযোগ-সহ একাধিক ইস্যুতে প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে পদ্ম শিবিরের নেতারা নিশানা করেন সরকার তথা শাসকের বিরুদ্ধে। তবে আজকের জনসভা থেকে শুভেন্দু ঠিক কী হুঙ্কার দেন এবং মতুয়াদের উদ্দেশ্যে সিএএ নিয়ে আদৌ কোনও বার্তা দেন কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সেই নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় সভার আয়োজন শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। তারই অঙ্গ হিসেবে আজ রানাঘাটে বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ।
চলতি সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লিতে একান্তে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর আজ, শুক্রবারই প্রথম মতুয়া গড়ের সভা থেকে শুভেন্দু কী মুখ খুলবেন নাগরিকত্ব ইস্যুতে ? রাজনৈতিক মহলের নজর রয়েছে সেদিকেও।