তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই রাজ্যের সরকার বর্ডারে ৫৪০ কিলোমিটার অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতকে বরবাদ করেছেন। আপনাকে এই অনুপ্রবেশকারী মুক্ত বাংলা করতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে। আপনিই পারবেন। আমরা বাঙালিরা বাঁচতে চাই।” যেভাবে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে বাংলার ক্ষতি করা হচ্ছে, তা নিয়ে বাংলা ও বাঙালিকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন তিনি।প্রসঙ্গত, গতকাল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বিজেপির সভায় প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ্যে বড় অনুরোধ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৬ এর নির্বাচনের আগে শুভেন্দুর এই অনুরোধ এবং দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
advertisement
কারণ, বারবার এই সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তাই সেই অনুপ্রবেশ কারীদের দূর করতে এবং বাংলাকে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী যাতে পদক্ষেপ নেন, তার অনুরোধ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী বলেন, “বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের তরফে আমি তাকে প্রণাম জানাচ্ছি। মঞ্চে তিনজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, রাজ্য সভাপতি রয়েছেন। তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। বিহারে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের সূচনা করে বাংলায় এসেছেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি।” অর্থাৎ শুভেন্দু অধিকারী স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে, উন্নয়নের আর এক নাম নরেন্দ্র মোদী। তিনি বাংলায় যেভাবে কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করে চলাচলকে অনেকটাই সহজলভ্য করে দিয়েছেন, তাতে খুশি বাংলা ও বাঙালি। তাই সকলের মনের আনন্দকে প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।