TRENDING:

Panagarh Accident Death: মা-ঠাকুমার একমাত্র অবলম্বন, পানাগড়ে দুষ্কৃতী দৌরাত্মের বলি সুতন্দ্রা! চন্দননগরে হাহাকার

Last Updated:

মাত্র ৮ মাস আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে সুতন্দ্রার বাবার মৃত্যু হয়৷ ফলে সুতন্দ্রাই ছিলেন তাঁর মা, ঠাকুমা এবং দিদিমার একমাত্র অবলম্বন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানা কর্মকার, চন্দননগর: ছোট থেকেই নাচের প্রতি ঝোঁক৷ বড় হয়ে সেই নাচকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন৷ নৃত্যশিল্পী হিসেবে নিজের আলাদা পরিচিতিও তৈরি করেছিলেন চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ার বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়৷ সেই নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই পানাগড়ে দুষ্কৃতী দৌরাত্মের জেরে প্রাণ গেল সুতন্দ্রার৷
নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়৷
নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়৷
advertisement

গতকাল রাত দশটা নাগাদ গয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে নিজের নাচের দলের কয়েকজনকে নিয়ে গাড়িতে রওনা দেন সুতন্দ্রা৷ পানাগড়ের কাছে সুতন্দ্রাদের গাড়িকে ধাওয়া করে অন্য একটি গাড়ি৷ অভিযোগ, সেই গাড়ি থেকে পাঁচ জন মদ্যপ যুবক সুতন্দ্রাদের গাড়ি লক্ষ্য করে কটূক্তি এবং অশালীন ইঙ্গিত করতে থাকে৷ একাধিক বার সুতন্দ্রাদের গাড়িতেও ধাক্কা মারে ওই গাড়িটি৷ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর৷

advertisement

আরও পড়ুন: জাতীয় সড়কের উপরে গাড়ি নিয়ে মদ্যপ যুবকদের ধাওয়া, কটূক্তি! পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

এই খবর চন্দননগরের বাড়িতে পৌঁছতেই শোকে কার্যত বাকরুদ্ধ হয়ে যান সুতন্দ্রার মা৷ বাড়িতে সুতন্দ্রার মা ছাড়াও তাঁর ঠাকুমা এবং দিদিমা থাকতেন৷ মাত্র ৮ মাস আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে সুতন্দ্রার বাবার মৃত্যু হয়৷ ফলে সুতন্দ্রাই ছিলেন তাঁর মা, ঠাকুমা এবং দিদিমার একমাত্র অবলম্বন৷ সংসারের একমাত্র উপার্জনকারীও ছিলেন ওই তরুণীই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুর্ঘটনার খবর পেয়েই ভোরে পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন সুতন্দ্রার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা৷ এই দুঃসংবাদে স্তম্ভিত সুতন্দ্রার প্রতিবেশীরাও৷ তাঁরা জানাচ্ছেন, ছোট থেকেই নাচে পারদর্শী ছিলেন সুতন্দ্রা৷ পাড়ায় তাঁর ডাকনাম ছিল মামন৷ মামন ডান্স অ্যাকাডেমি নামে নাচের স্কুলও খুলেছিলেন তিনি৷ খুবই হাসিখুশি ছিলেন তিনি৷ বাড়িতে পোষ্য সারমেয় থাকলেও প্রতিদিন নিয়ম করে রাস্তার কুকুরদেরও খাওয়াতেন সুতন্দ্রা৷ বন্ধুদের নিয়েই তিনি একটি নাচের দল তৈরি করেছিলেন৷ সেই দল নিয়েই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতেন সুতন্দ্রা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panagarh Accident Death: মা-ঠাকুমার একমাত্র অবলম্বন, পানাগড়ে দুষ্কৃতী দৌরাত্মের বলি সুতন্দ্রা! চন্দননগরে হাহাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল