TRENDING:

Nadia News: স্কুলে গিয়ে আশ্বাস উইনারস টিমের! সময় মত পাব তো? প্রশ্ন ছাত্রীদের

Last Updated:

উইনার্স টিম বিদ্যালয়ের মেয়েদের দিচ্ছে পাশে থাকার আশ্বাস। কোনোরকম বিপদে পরলে পুলিশকে জানাতে দেওয়া হচ্ছে হেল্পলাইন নম্বর। নারী সুরক্ষা নিয়ে বিশেষ উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: নারী সুরক্ষা নিয়ে বিশেষ উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার। এবার রাস্তায় কিংবা কোনও জায়গায় যদি মেয়েরা বা মহিলারা বিপদে পরে অথবা কোনও ভাবে তারা আক্রান্ত হয় তার জন্য বিদ্যালয়, কলেজ, হাসপাতাল এবং পথ চলতি ছাত্রী এবং মহিলাদের কাছে গিয়ে পাশে থাকার বার্তা রানাঘাট পুলিশ জেলার উইনার্স টিমের। প্রতিদিন শান্তিপুর এলাকার বিভিন্ন বিদ্যালয়, হাসপাতাল, নার্সিংহোম এবং শান্তিপুর কলেজে শান্তিপুর থানার তৎপরতায় রানাঘাট পুলিশ জেলার উইনার্স টিমের মহিলা পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন নারীদের সুরক্ষা দেওয়ার জন্য, রোজ রাতে চলছে উইনার্স টিমের টহল।
advertisement

আরও পড়ুন: শার্ট ও সালোয়ারের কাপড়ে তৈরি প্যান্ট আর কামিজ! উল্টো ইউনিফর্মে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা

এই উইনার্স টিম বিদ্যালয়ের মেয়েদের দিচ্ছে পাশে থাকার আশ্বাস। কোনোরকম বিপদে পড়লে পুলিশ কে ঘটনা জানাতে দিচ্ছে হেল্পলাইন নম্বর। তবে এই তৎপরতা প্রথম থেকেই রয়েছে বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। যদিও পুলিশের এই তৎপরতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা জানাচ্ছেন। এই তৎপরতা সত্যিই এখন দরকার। তবে এই তৎপরতা যেন বজায় থাকে। কারণ মেয়েরা এখন অনেকেই আতঙ্কে। তাই পুলিশ পাশে থাকলে নারী সুরক্ষা জোরদার হবে, এখন নারী সুরক্ষার জন্য বিশেষ আপ্ এর ব্যবস্থা পুলিশ যদি করে তাহলে আরও ভাল হয় ।

advertisement

আরও পড়ুন:  লাঠি ছেড়ে এবার মাইক হাতে পুলিশ! তারপর যা হল…

তবে বিদ্যালয়ের ছাত্রীরা জানাচ্ছে পুলিশ জানিয়েছে তারা মেয়েদের পাশে আছে। তবে তারা এবং তাঁদের পরিবার আর জি করের ঘটনার পর যথেষ্টই আতঙ্কিত। তবে সব সময় পুলিশ কে কি সঙ্গে পাবো? প্রশ্ন তুলেছে বিদ্যালয়ের ছাত্রীরা। যদিও নারী সুরক্ষায় রানাঘাট পুলিশ জেলা যে মেয়েদের পাশে রয়েছে তা বলার অবকাশ রাখেনা যদিও এই তৎপরতা থেকেই নারীদের সুরক্ষিত রাখবে রানাঘাট পুলিশ জেলা এবং রানাঘাট পুলিশ টিম এমনটাই আশাবাদী প্রশাসন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: স্কুলে গিয়ে আশ্বাস উইনারস টিমের! সময় মত পাব তো? প্রশ্ন ছাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল